শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

পুরুষের অন্তর্বাসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর জ্যাকুলিন!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৫৪ এএম

বহুদিন ধরেই সুকেশ চন্দ্রশেখর জড়িত ২০০ কোটি আর্থিক জালিয়াতি মামলায় নাম জড়িয়ে রয়েছে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের। সে কারণে প্রায়ই সংবাদের শিরোনামে থাকেন বলিউডের এই বিদেশি অভিনেত্রী। সম্প্রতি অন্য একটি কারণে সংবাদের শিরোনাম হলেন তিনি। ভারতের পুরুষদের অভ্যন্তরীণ পোশাক বিপণন সংস্থার পুরুষের অন্তর্বাসে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন জ্যাকলিন। তিনি প্রথম নারী অভিনেত্রী যিনি এ ধরনের পুরুষদের পণ্যের অ্যাম্বাসাডর হলেন।

ইতিমধ্যে বিজ্ঞাপনের ভিডিওটিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাতে প্রচুর মিশ্র প্রতিক্রিয়া করেছেন নেটিজেনরা। বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, একটি ক্যাজুয়াল পোশাকে আবৃত হয়ে, জ্যাকলিন পুরুষদের অভ্যন্তরীণ পোশাককে সমর্থন জানাচ্ছেন।

জ্যাকলিনের এমন প্রশংসিত পদক্ষেপকে স্বাগত জানিয়ে একজন নেটিজেন লিখেছেন, ‘পুরুষদের অন্তর্বাস বিক্রি করা একজন নারী সবচেয়ে বিবর্তিত।’ অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আপনার এ রকম একটা সিদ্ধান্তে মুগ্ধ।’ আবার অনেকেই অভিনেত্রীকে কুৎসিত মন্তব্য করেছেন। বিজ্ঞাপনের ভিডিওটি পোস্ট করে জ্যাকলিন লিখেছেন, ‘নির্দেশিত হওয়ার জন্য কী একটি আশ্চর্যজনক অভিজ্ঞতা।’

কেউ কেউ এই প্রচারাভিযানের অংশ হিসেবে অভিনেত্রীকে সাধুবাদ জানিয়েছে বলেছেন, ‘পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনার চেয়ে ভালো আর কেউ নেই, আপনি সবচেয়ে সুন্দর এবং গর্জিয়াস। আপনি যা করেন তাতে আমি খুব খুশি বোধ করি। নতুন ট্রেন্ডিং ভাইবস, জ্যাকলিনের চেয়ে বেশি হট আর কেউ নেই আমার পছন্দের জায়গা।’

জ্যাকলিন অভিনীত হলিউড ফিল্ম ‘টেল ইট লাইক আ ওম্যান’-এর ‘অ্যাপ্লাজ’ গানটি অস্কারের জন্য মনোনীত হয়েছিল। সামনে তাকে বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে ‘ক্র্যাক’ এবং সোনু সুদের সঙ্গে ‘ফতেহ’তে দেখা যাবে। এছাড়া জ্যাকুলিনের হাতে বেশকিছু সিনেমার কাজ করেছে। পর্যায়ক্রমে সেগুলো মুক্তি পাবে। তবে প্রতারক সুকেশের মামলা থেকে সহসা মুক্তি পাচ্ছেন না তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন