শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

আগামীকাল ঢাকায় বিএনপির পদযাত্রা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:১৩ পিএম

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও যুগপৎ আন্দোলনের ১০ দফা দাবিতে ঢাকায় বিএনপি'র পদযাত্রা আগামীকাল শুক্রবার। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি'র উদ্যোগে পৃথকভাবে দুপুর আড়াইটায় পদযাত্রা করবে দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।

এদিন উত্তরায় জসিম উদ্দিন রোড মোড় থেকে রাজলক্ষি আমির কমপ্লেক্স হয়ে- রবীন্দ্র সরণি-কাবাব ফ্যাক্টরি মোড়- গাউসুল আযম এভিনিউ - শাহ মকদুম এভিনিউ-ময়লার মোড় হয়ে জমজম টাওয়ার-মাসকাট প্লাজা হয়ে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড গিয়ে শেষ হবে ঢাকা মহানগর উত্তরের পদযাত্রা কর্মসূচি।

এছাড়া গোপীবাগ ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠ থেকে টিকাটুলি-রাজধানী মার্কেট (র‌্যাব-৩ অফিসের সামনে দিয়ে) স্বামীবাগ-দয়াগঞ্জ-বানিয়া নগর-মোড় সাদেক হোসেন খোকা মাঠের পাশ দিয়ে ধোলাইখাল- রায়সাহেব বাজার চৌরাস্তা-তাঁতী বাজার মোড় হয়ে নয়াবাজার পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি

দুই মহানগর বিএনপি'র পদযাত্রায় শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ করবেন বিএনপি'র শীর্ষ নেতারা। এতে দলটির স্থায়ী কমিটির সদস্য ছাড়াও নির্বাহী কমিটির শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন