শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

বাইডেন প্রশাসনের সাথে টানাপোড়েন, বিশ্বব্যাংক প্রেসিডেন্টের পদত্যাগ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৪৮ পিএম

মেয়াদ পূর্ণ হওয়ার একবছর আগেই বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদ ছাড়লেন ডেভিড ম্যালপাস। বুধবার (১৫ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন এ অর্থনীতিবিদ। খবর ফিন্যান্সিয়াল টাইমসের।

খবরে বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণতা বিষয়ে নিজস্ব অভিমত হোয়াইট হাউসের সামনে ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছেন ম্যালপাস। এ বিষয়ে তর্কবিতর্কের একমাসের মধ্যেই দায়িত্ব ছাড়ার ঘোষণা এলো। এছাড়া বাইডেন প্রশাসনের সাথে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছিলো তার।

মার্কিন প্রশাসন জানিয়েছে, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) অর্থমন্ত্রী জেনেট ইয়েলেনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ম্যালপাস। খুব শিগগিরই গুরুত্বপূর্ণ পদটির জন্য স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করা হবে।

প্রসঙ্গত, দীর্ঘদিনের ঐতিহ্য অনুসারে বিশ্ব ব্যাংকের প্রধান বাছাই করে আসছে যুক্তরাষ্ট্রের সরকার। ২০১৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ পদে বসিয়েছিলেন ডেভিড ম্যালপাসকে। ২০২৪ সালের জুন মাস পর্যন্ত ছিলো তার মেয়াদ। তবে একবছর আগেই পদত্যাগ করছেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন