আজ রাত ১০টায় বৈশাখী টিভির সামাজিক গল্পের নাটক ‘সেকেন্ড লাভ’ প্রচার হবে। এটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। অভিনয় করেছেন কেয়া পায়েল, জোভান, শেহজাদ ওমর, পাপড়ি পায়েল, ইশরাক মাহমুদ, সম্পা নিজাম, সজনসহ অনেকেই। প্রেম, দ্ব›দ্ব, সংঘাত ও প্রতারনা নিয়ে নাটকের কাহিনী আবর্তিত হয়েছে। গল্পে নায়ক-নায়িকা ৩ জন। তিন জনেরই ভালোবাসার মানুষ আছে, কিন্তু বনিবনা নেই, বিশ্বাস নড়বড়ে। তিনজনই একে অপরের কাছ থেকে কষ্ট পেয়ে তা ভুলে থাকার চেষ্টা করে। কিন্তু পারে না। মাদকাসক্ত হয়ে পড়ে কেউ কেউ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন