রোববার ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১, ১১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বিনোদন প্রতিদিন

সিঁথি’র অতিথি ফেরদৌসী রহমান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০২ এএম

সঙ্গীতশিল্পী সিঁথি সাহার উপস্থাপনায় প্রতি শনিবার রাত ১০:৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে বিশেষ অনুষ্ঠান ‘সিঁথির অতিথি’। গান, আড্ডা আর মজার প্রশ্নোত্তর পর্ব দিয়ে সাজানো এ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকছেন দেশ-বিদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পীরা। আজ অতিথি হিসেবে থাকবেন বরেণ্য সঙ্গীতশিল্পী ফেরদৌসী রহমান। সিঁথির সঙ্গে আলাপনের পাশাপাশি নিজের জনপ্রিয় কিছু গান পরিবেশন করবেন তিনি। এছাড়া কথা বলবেন বর্তমান জীবনযাত্রা, গানের বাইরে ব্যক্তিজীবন ও পারিবারিক জীবন এবং সমকালীন সংগীত ভাবনা নিয়ে। থাকবে প্রশ্নের এক কথায় উত্তর এবং হ্যাঁ-না উত্তর। রিয়াদ শিমুলের গ্রন্থনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাইফুল ইসলাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন