বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

জটিল রোগে আক্রান্ত হলিউড তারকা ব্রুস উইলস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:২৪ এএম

বছরখানেক আগেই অভিনয়কে বিদায় জানিয়েছিলেন হলিউডের জনপ্রিয় অ্যাকশন তারকা ব্রুস উইলস। সে সময় জানানো হয় অ্যাফেসিয়ার কারণে এই সিদ্ধান্ত। এবার জানা গেল ‘ফ্রন্টোটেমপোরাল ডিমেনশিয়ায়’ আক্রান্ত তিনি। সম্প্রতি তার পরিবারের পক্ষ থেকে এই কথা জানানো হয়।

তারা জানায়, ‘২০২২ সালেই জানিয়েছিলাম, অ্যাফেসিয়ায় ভুগছেন ব্রুস। সেই সমস্যা আরও বেড়েছে। হালে চিকিৎসকেরা নির্দিষ্ট একটি রোগও ধরতে পেরেছেন যার নাম ফ্রন্টোটেমপোরাল ডিমেনশিয়া।’

‘ফ্রন্টোটেমপোরাল ডিমেনশিয়া’ বা এফটিডি এমন এক ধরনের সমস্যা যার ধাক্কায় একাধিক অসুখ দেখা দিতে পারে। সহজ কথায়, এর ফলে মস্তিষ্কের ফ্রন্টাল ও টেমপোরাল লোব সঙ্কুচিত হতে থাকে। সাধারণত এতে মস্তিষ্কের এমন এক অংশ ক্ষতিগ্রস্ত হয় যার ফলে আক্রান্তের আচরণ, ব্যক্তিত্ব এবং ভাষা ব্যবহারের ক্ষমতা প্রভাবিত হয়।

ব্রুসের পরিবার যে বিবৃতি দিয়েছে তাতেও সেই ভোগান্তির কথা স্পষ্ট। বলা হয়েছে, ‘দুর্ভাগ্যবশত, কথা বলায় সমস্যা ছাড়াও আরও একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে ব্রুসকে। গোটা বিষয়টি খুবই কষ্টকর। শুধু একটি জিনিসই নিশ্চিন্ত করছে। ওর কী হয়েছে, সেটা আমাদের কাছে স্পষ্ট।’

তবে আশঙ্কার ব্যাপার হলো, ব্রুস উইলসের যে রোগ ধরা পড়েছে তার সে অর্থে সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। পরিবারের পক্ষ থেকেও সেকথা জানিয়ে দেওয়া হয়েছে। তবে একই সঙ্গে এটিও স্পষ্ট যে হাল ছাড়তে রাজি নন কেউই। শুধু বর্তমান স্ত্রী এমা হেমিং উইলিস নন, ব্রুসের পাশে দাঁড়িয়েছেন তার প্রাক্তন স্ত্রী ও হলিউড তারকা ডেমি মুর।

অভিনেতার এমন কঠিন সময়ে এগিয়ে এসেছেন পাঁচ সন্তানও। সকলে মিলেই ওই বিবৃতি প্রকাশ করেন। তারপর থেকে সমর্থনের বন্যা সোশ্যাল মিডিয়ায়। ‘ব্রেকিং ব্যাড’ তারকা অ্যারন পল যেমন ইনস্টাগ্রামে লিখেছেন, ‘তোমাকে খুব ভালোবাসি বন্ধু। তোমার ও তোমার সুন্দর পরিবারের জন্য অনেকটা ভালোবাসা।’ ‘জুমানজি’ খ্যাত বনি হান্ট লেখেন, ‘প্রিয় ডেমি, ব্রুস এবং তোমাদের সকলের জন্য অফুরন্ত ভালোবাসা।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন