স্টাফ রিপোর্টার : নতুন বছরের শুরুতেই মুক্তি পাচ্ছে অনন্যা রুমা ও বোম্বের হার্টথ্রুুব গায়ক রেক্স ডিসোজার সঙ্গে ডুয়েট অ্যালবাম “এই শোন” অ্যালবামটির গানের কথা ও সুর অনন্যা রুমার নিজের। এই অ্যালবামে ৬টি গান রয়েছে এর মধ্যে ৩টি হিন্দি ও ৩টি বাংলায়। এই অ্যালবামটির ভিডিও সম্পাদনার কাজ চলছে। অ্যালবামটি অনন্যা রুমার নিজস্ব ইউটিউব চ্যানেল চ্যানেল লাইভ অনন্যারুমা-তে ১লা জানুয়ারি-২০১৭-তে রিলিজ দেয়া হবে। অনন্যা রুমা একজন অনুষ্ঠান ও বিজ্ঞাপন নির্মাতা, প্রযোজক, লেখক এবং অর্গানাইজার, কয়েকটি বড় ইভেন্ট করে অনন্যা রুমা আলোচনায় আসেন। এর মধ্যে আতিফ আসলাম, মমতা সর্মা ও আকৃতি কাক্কর, কুমারসানু, অনুরাধাঘোষ, রেক্সডিসোজাসহ আরো অনেককে নিয়ে আসেন তিনি। বাংলাদেশের শিল্পীদের নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অনেক শো করছেন। অনন্যা রুমার পরিচালনায় ও তত্ত্বাবধানে শুরু হচ্ছে এটিএনবাংলায় ড্যান্স রিয়েলিটি শো ড্যান্স ড্যান্স এতে বিচারক হিসেবে থাকছেন বাংলাদেশের ৪ জন সুপারস্টার ও ভারতের গোবিন্দ ও রাভিনা ট্যান্ডন (বোম্বে)।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন