বিন্দাস চ্যানেলের ফিকশন সিরিজ ‘দ্য ট্রিপ’ প্রথম পর্ব থেকেই তরুণ দর্শকদের মনোযোগ আকর্ষণ করে চলছে। কৈশোর আর যৌবনের সন্ধিক্ষণে চারটি মেয়ের বন্ধুত্ব নিয়ে এই সিরিজটির গল্প।
এই চার তরুণীর চারিত্রিক বৈশিষ্ট্য একেবারে স্বতন্ত্র হলেও তাদের বন্ধুত্ব খুব গভীর। এদের মধ্যে সোনালি চঞ্চল, বহির্মুখী এবং উদ্দাম স্বভাবের। বিয়ের কনে অনন্যা চৌকস, স্পষ্টভাষী আর সরলমনা। কনের ঘনিষ্ঠতম বন্ধু সানজানা ধার্মিক, উচ্চাকাক্সক্ষী এবং জেদি। দলের সবচেয়ে রসিক, বহির্মুখী, মুখরা আর কর্তৃত্বপরায়ণ নাজিয়া। এক পথযাত্রায় তারা এক হয়। আর এই যাত্রা নিয়েই ‘দ্য ট্রিপ’-এর গল্প।
কাহিনীতে আরেকটি মাত্রা যোগ করতে যাচ্ছেন টিভির হার্টথ্রব অভিনেতা নামিক পাল। নামিক সিরিজটি আদিলের ভূমিকায় অভিনয় করছেন। একসময় মিউজিশিয়ান আদিলের সঙ্গে সোনালির রোমান্স ছিল। সোনালির ভূমিকায় অভিনয় করছেন লিসা হেডন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন