বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

‘হবিগঞ্জে ৩লাখ ৪৪ হাজার ৫৫০ শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে’

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:০৫ পিএম

হবিগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হবে আগামীকাল সোমবার।

এবার ৩লাখ ৪৪ হাজার ৫৫০ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১মাস বয়সী ৪৩ হাজার ৩ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩লাখ ১৫ হাজার ৫৭জন।
রোববার বিকেলে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের হলরুমে প্রেস বিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. নূরুল হক।
তিনি বলেন, জেলার ১হাজার ৮৮৬টি কেন্দ্রে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। ২৬৬ জন স্বাস্থ্য কর্মী, ৪৪৭জন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী, ২১৫জন সিএইচসিপি এবং ৩ হাজার ৭শ’৭০জন স্বেচ্ছাসেবক এতে দায়িত্ব পালন করবেন। এ ব্যাপারে মিডিয়ার সহযোগিতা কামনা করেন তিনি।
প্রেস বিফিংয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ এবং সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন