শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

খুব লাজুক ছিলাম : দিশা পাটানি

| প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

‘কুং ফু ইয়োগা’ ফিল্মে আন্তর্জাতিক অ্যাকশন তারকা জ্যাকি চ্যানের সঙ্গে অভিনয় করার পর বলিউড অভিনেত্রী দিশা পাটানির অবস্থান এখন আরও বেশি মজবুত হয়েছে।  অথচ এই অভিনেত্রীটি জানিয়েছেন খুব লাজুক ছিলেন বলে অভিনয়ে আসা কখনোই তার পরিকল্পনায় ছিল না।  এই বছরই ‘এম এস ধোনি : দি আনটোল্ড স্টোরি’ দিয়ে চলচ্চিত্রে দিশার অভিষেক হয়েছে।
পেশা হিসেবে অভিনয়কে বেছে নেয়ার ব্যাপারে তিনি বলেন, “এটি কখনও পরিকল্পনায় ছিল না। আমি এতোটাই লাজুক ছিলাম যে ১৬ বছর বয়স পর্যন্ত আমার কোনও বন্ধুই ছিল না। ক্যামেরার সামনে অভিনয় বা কিছু করা নিয়ে আমি ভাবতেই পারতাম না। আমি খুব লাজুক মেয়ে ছিলাম।”
২১ বছর বয়সী অভিনেত্রীটি জানান অভিনেত্রী নয় বরং তিনি বিমান বাহিনীর পাইলট হতে চেয়েছিলেন।
“তবে আমার মনে হয়ে এটাই নিয়তি ছিল আর আমার অভিনেত্রী হবারই কথা ছিল... সুযোগ পেলাম আর সঙ্গে সঙ্গে তা গ্রহণ করে নিলাম। আর ক্রমে আমি অভিনয়ে খুব মজা পেতে শুরু করলাম,” তিনি আরও বলেন।
‘কুং ফু ইয়োগা’ চলচ্চিত্রটিতে দিশা একজন পুরাতত্ত্ববিদের ভূমিকায় অভিনয় করেছেন। চলচ্চিত্রটি ২৮ জানুয়ারি মুক্তি পাবে।
তিন চলচ্চিত্রের চীন-ভারত যৌথ প্রয়াসের এটি প্রথম ফিল্ম। চীনের প্রেসিডেন্ট শি জিনপেংয়ের ভারত সফরের সময় এই চুক্তি হয়েছিল।  চলচ্চিত্রটিতে ভারতের আমায়রা দাস্তুর এবং সোনি সুদও অভিনয় করেছেন। স্ট্যানলি টংয়ের পরিচালনায় এর চলচ্চিত্রায়ন হয়েছে ভারত, দুবাই আর  চীনে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন