ঝালকাঠিতে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন শুরু হয়েছে। আজ সোমবার সকালে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তন কেন্দ্রে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। ঝালকাঠিতে এবছর এক লাখ শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১৩ হাজার শিশুকে নীল রঙয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৮৭ হাজার শিশুকে লাল রঙয়ের ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। এছাড়াও ভ্রাম্যমান টিম বিভিন্ন স্থানে শিশুদের ভিটামিন এ প্লাস খাওয়াবে। বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্রে কেন্দ্রে এ কার্যক্রম চলবে।
সিভিল সার্জন ডা. এইচ,এম জহিরুল ইসলাম জানান, ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায়। তাই সকলকে এই কার্যক্রমকে বেগবান করার জন্য সকলকে আহবান জানান। এ উপলক্ষে আলোচনা সভায় সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম সভাপতিত্ব করেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, মহিলা ভাইস চেয়ারম্যার ইসরাত জাহান সোনালী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিফাত আহম্মেদ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন