শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বাফটায় পুরস্কার জিতে জার্মান চলচ্চিত্রের রেকর্ড

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৪৫ পিএম

রবিবার (১৯ ফেব্রুয়ারি) লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ‘৭৬তম বাফটা অ্যাওয়ার্ডস’। এবারের আসরে সাতটি পুরস্কার জিতে নিয়েছে জার্মানির সিনেমা ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। সেরা নির্মাতা, সেরা পরিচালক, সেরা বিদেশ ভাষার ছবি সহ বিভিন্ন বিভাগে মোট সাতটি পুরস্কার জিতে রেকর্ড গড়েছে ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। কোনো বিদেশী ভাষার ছবি এই প্রথম বাফটায় সাতটি পুরস্কার জিতেছে। এর আগে এই রেকর্ড ছিল ১৯৮৮ সালের ছবি ‘সিনেমা প্যারাডিসো’র। সিনেমাটি পাঁচটি পুরস্কার জিতেছিল।

অন্যদিকে কলিন ফ্যারেল অভিনীত ‘দ্য ব্যানশিস অফ ইনিশেরিন’ দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক পুরস্কার জিতেছে। এর মধ্যে সহকারী অভিনেতার দুই বিভাগই রয়েছে। ব্যারি কেওঘ্যান ও কেরি কনডন পেলেন এই দুই পুরস্কার, প্রথমে ভুলবশত অপর মনোনীত অভিনেত্রী ক্যারি ম্যালিগ্যানের নাম ঘোষণা করা হলেও তা পরে শুধরে নেওয়া হয়। সিনেমার লেখক ও পরিচালক মার্টিন ম্যাকডোনা ‘অরিজিন্যাল স্ক্রিনপ্লে’ ও ‘আউটস্ট্যান্ডিং ব্রিটিশ ফিল্ম’ বিভাগে পুরস্কার পেয়েছে।

‘৭৬তম বাফটা অ্যাওয়ার্ডস’ সঞ্চালনার দায়িত্বে ছিলেন ‘লোকি’ অভিনেতা রিচার্ড ই গ্রান্ট। ব্যাটমোবাইলে তিনি ট্রেনে চেপে মাটি পর্যন্ত লম্বা কেপ পরে হাজির হন। গত বছরের অস্কারের মঞ্চে ঘটে যাওয়া ‘চড়কাণ্ড’-এর প্রসঙ্গ টেনেও মজা করেন সঞ্চালক। বলেন, ‘কেউ আমার নজরে কাউকে চড় মারবেন না আজ একমাত্র পিঠে ছাড়া’।

‘৭৬তম বাফটা অ্যাওয়ার্ডস’ বিজয়ীদের তালিকাঃ

সেরা অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে : অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট

সেরা সহ অভিনেত্রী : কেরি কনডন

সেরা সহ অভিনেতা : ব্যারি কেওঘ্যান

অ-ইংরেজি সেরা ছবি : অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট

সেরা কাস্টিং : এলভিস

সেরা এডিটিং : এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স

সেরা সিনেম্যাটোগ্রাফি : অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট

সেরা স্পেশাল ভিজ্যুয়াল ইফেক্টস : অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার

৭৬তম ‘বাফটা অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠিত হয়েছে লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে। অনুষ্ঠানটি লাইভ স্ট্রিমিং হয়েছে 'লায়ন্সগেট প্লে’তে। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথকে শ্রদ্ধা জানানো হয়। গত সেপ্টেম্বর মাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তিনি। রানি এলিজাবেথের নাতি প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন