রংপুর-৪ এবং রংপুর-৬ আসনে উপনির্বাচনের ব্যস্ততা শেষে ফের কাজে ফিরছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম। এতদিন প্রযোজনার পাশাপাশি অভিনয় ও গানে দেখা গেছে তাকে। এবার আসন্ন রমজানে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের ইসলামী গান শোনাবেন তিনি। সোমবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানান হিরো আলম।
হিরো আলম বলেন, গান তো মাঝে মাঝেই করি। আমার শুভাকাঙ্ক্ষীরা সবসময় সাপোর্ট করেন আমাকে। তাদের জন্য এবার ভিন্ন উদ্যোগ নিয়েছি। সামনে পবিত্র রমজান মাস। এ জন্য সিদ্ধান্ত নিয়েছি—রমজানে ইসলামী গান করব। রোজার শুরুর দিকে এসব গান মুক্তি পাবে।
ইসলামী গানগুলোর গীতিকার, সুরকার ও সংগীতায়োজনের ব্যাপারে তিনি আরও বলেন, ইসলামী গান নিয়ে যারা কাজ করেন তাদের নিয়েই কাজ করব আমি। দেশের জনপ্রিয় গীতিকার-সুরকারদের দিয়েই করা হবে আমার গানগুলো। এ নিয়ে কাজও শুরু করেছি।
জানা গেছে, বর্তমানে হিরো আলমের হাতে পাঁচটি সিনেমা রয়েছে। এ বছর সিনেমাগুলোর কাজ শেষ হবে। এর বাইরে বিভিন্ন ইভেন্ট ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন হিরো আলম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন