মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১, ০৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বিনোদন প্রতিদিন

যুক্তরাজ্যে গেলে মুখ খারাপ করেন না শানায়া টোয়েন

| প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

কণ্ঠ সুললিত আর দেখতে সুন্দরী হলেও কানাডীয় গায়িকা শানায়া টোয়েনের মুখটা কিন্তু তার তুলনীয় নয়। তবে যুক্তরাজ্য গেলে তিনি তার জবান সামলে চলেন। ‘যুক্তরাজ্যে ‘স্টারস্ট্রাক’ ট্যালেন্ট প্রতিযোগিতার বিচারক প্যানেলের সদস্য টোয়েন, সেখানে গেলে খিস্তি করা বন্ধ রাখেন তিনি। ফিমেইল ফার্স্ট জানিয়েছে আটলান্টিকের এই পাড়ে শানায়া একেবারে অন্য মানুষ, কানাডাতে যেমন তেমন খিস্তি করেন না এখানে। যুক্তরাজ্যের বেস্ট সাময়িকীকে গায়িকা বলেন, ‘আমার জন্য আমার দেশে এটি একটি চিরাচরিত সংস্কৃতি। সেখানে অস্বাভাবিক মনে হয় না এক বিবেচনায়। কানাডাতে আমি এখানকার অনেক চল অনুশীলন করি তা ঠিক। সেখানকার রসবোধ অন্যরকম। আমরা কানাডায় অনেক বেশি খিস্তি করে থাকি, তাই এখানে এলে আমি মুখকে কিছুটা সামাল দিই। এখানে নিজের বাড়ির মতোই মনে হয় আমার কাছে।’ সম্প্রতি তিনি এক সাক্ষাতকারে তার কণ্ঠ নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগার কথা স্বীকার করেছেন, তিনি জানান খিস্তি থামাতে পারবেন না মনে করে তিনি পরলোকগত মিউজিক আইকন প্রিন্সের সঙ্গে কাজ করার অফার গ্রহণ করেননি, উল্লেখ্য, প্রিন্স গালাগালি পছন্দ করতেন না। একটি সাময়িকী জানায় ‘পার্পল রেইন’ ¯্রষ্টা প্রিন্স ফ্লিটউড ম্যাকের ‘রুমার’ (১৯৯৭) অ্যালবামের মত একটি অ্যালবাম করার অভিপ্রায় নিয়ে শানায়াকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেইসময় তার স্বামী রবার্ট জন মাট ল্যাঙের সঙ্গে তার বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছিল। ল্যাঙ টোয়েনের কিছু গানের গীতিকার এবং তার প্রযোজকও ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন