বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ফের ঢাকায় আসছেন অঞ্জন দত্ত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:০৩ এএম

দুই বাংলার নন্দিত গায়ক, অভিনেতা, পরিচালক ও লেখক অঞ্জন দত্ত। করোনা হানা দেওয়ার আগ মুহূর্তে সর্বশেষ বাংলাদেশে এসেছিলেন তিনি। তখন শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হয় অঞ্জন দত্ত অভিনীত এবং তারই নির্দেশনায় নাটক ‘সেলসম্যানের সংসার’। আবারও ঢাকা রাঙাতে আসছেন তিনি। এবার গান বা নাটক-সিনেমা নিয়ে নয়, অঞ্জন আসবেন পাঠকদের প্রিয় লেখক হিসেবে।

জানা গেছে, এবার অমর একুশে বইমেলায় ছাপাখানার ভূত প্রকাশনী থেকে অঞ্জন দত্তর গান নিয়ে লেখা গানের গল্পদলিল ‘অঞ্জনাঢ্য গান’ প্রকাশিত হয়েছে। এটি লিখেছেন সাজ্জাদ হুসাইন। আগামী ৪ মার্চ বইটির প্রকাশনা উৎসব উপলক্ষেই অঞ্জন দত্ত ঢাকায় আসছেন।

অঞ্জন দত্তর ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করে ভূত প্রকাশনীর প্রকাশক ফারিহা রুবাইয়াত খান বলেন, অঞ্জন দত্তের প্রকাশিত ‘অঞ্জনাঢ্য গান’-এর আনুষ্ঠানিক প্রকাশসহ সব গানের পেছনের গল্প নিয়ে পাঠকের মুখোমুখি হবেন। সঙ্গে থাকবে গানও। এখনো আয়োজনের ভেন্যু ঠিক হয়নি। কয়েক দিনের মধ্যে সংবাদ সম্মেলনের মধ্যে সবকিছু জানানো হবে।

উল্লেখ্য, বড় পর্দা দিয়ে ক্যারিয়ার শুরু অঞ্জন দত্তের। তখনও গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেননি। ১৯৮১ সালে মুক্তি পেয়েছিল তার প্রথম সিনেমা ‌‘চলচ্চিত্র’। ১৯৯৮ সালে ‘বড়দিন’ দিয়ে পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন। যেটি নির্মিত হয়েছিল হিন্দি ভাষায়। অঞ্জন দত্ত পরিচালিত প্রথম বাংলা সিনেমা ‘বো ব্যারাকস ফরএভার’ মুক্তি পায় ২০০৪ সালে। পরবর্তীতে যার হাতে সৃষ্টি হয়েছে ‘ম্যাডলি বাঙালি’, ‘বোমকেশ বক্সি’, ‘আবার দেখা হবে’ ‘দত্ত বনাম দত্ত’র মতো অসংখ্য জনপ্রিয় সিনেমা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন