বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

যুক্তরাষ্ট্র-কানাডায় মুক্তি পাচ্ছে ‘শনিবার বিকেল’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:২৯ পিএম

২০১৬ সালে ঢাকায় হলি আর্টিজান বেকারিতে নৃশংস জঙ্গি হামলার ঘটনার আলোকে বাংলা ও ইংরেজি ভাষায় নির্মিত চলচ্চিত্র ‘শনিবার বিকেল’। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত সিনেমাটি যুক্তরাষ্ট্র ও কানাডা মুক্তি পেতে যাচ্ছে। আগামী ১০ মার্চ রিলায়েন্স এন্টারটেইমেন্টের মাধ্যমে সিনেমাটি মুক্তি পাবে। এটির বিপনন ও পরিবেশনার দায়িত্বে রয়েছে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট পিটিই লিমিটেড (সিইপিএল)।

সিইপিএল-এর দক্ষিণপূর্ব এশিয়ার সিইও শ্রেয়াশী সেনগুপ্ত বলেন, ‘এটি একটি চিন্তা জাগানিয়া, টানটান উত্তেজনার একটি সিনেমা, যেটা বৈচিত্র্যময় আবেগ ও কথোপকথনের নাটকীয় আখ্যান। চার বছরের দমবন্ধ করা অপেক্ষার পর বাংলাদেশের সবচেয়ে আধুনিকতাবাদী পরিচালক ফারুকীর বিখ্যাত ‘শনিবার বিকেল’ বিশ্বের দর্শকের কাছে হাজির করতে পেরে আমরা খুশি।’

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘শেষ পর্যন্ত ছবিটি বৃহত্তর দর্শকের কাছে পৌঁছাতে পারবে, এতে আমি গর্বিত। দেশের মানুষের জন্য এই ছবি দেখতে পারা গুরুত্বপূর্ণ। আমার চাওয়া ছিলো প্রথমে বাংলাদেশে মুক্তি পাবে। কিন্তু যাই হোক, উত্তর আমেরিকা থেকে শুরু হয়ে সারাবিশ্বের মানুষেরা এটি দেখবে, এজন্য আমি গর্বিত। উত্তর আমেরিকার দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছি প্রেক্ষাগৃহে এসে ছবিটি উপভোগ করার জন্য।’

রিলায়েন্স এন্টারটেইনমেন্টের বৈদেশিক বাণিজ্য-বিষয়ক প্রধান ধ্রুব সিনহা বলেন, ‘‘শনিবার বিকেল’ আমাদের ফারুকীর মতো স্বাধীন মানসিকতার চলচ্চিত্র নির্মাতার সঙ্গে কাজের সুযোগ করে দিয়েছে। এটি বাংলাদেশের চলচ্চিত্রের জন্য বিশ্বের দরজাও উন্মুক্ত করেছে। আমরা আশ্বস্ত করছি যে, রিলায়েন্স এন্টারটেইনমেন্ট এমন আরও দারুণ কাজ ভবিষ্যতে বিশ্বের দর্শকদের সামনে হাজির করবে।’

গেলো চার বছর ধরে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে আছে ‘শনিবার বিকেল’। নানা আবেদন ও প্রতিবাদের সুবাদে গত জানুয়ারিতে ফিল্ম সেন্সর আপিল কমিটি পুনরায় সিনেমাটি দেখে এবং সিদ্ধান্ত দেয়, ‘শর্ত সাপেক্ষে এটি মুক্তিতে বাধা নেই’। এরপরও মন্ত্রণালয়জনিত জটিলতায় ঝুলছে ‘শনিবার বিকেল’র ভাগ্য।

তবে ইতোমধ্যে সিনেমাটি বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। ফুকৌকা, মস্কো ও ভেসৌল উৎসবে পুরস্কারও জিতেছে। এদিকে যুক্তরাষ্ট্র ও কানাডার পর আরো কয়েকটি দেশে মুক্তির ব্যাপারেও কথা চলছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পরিবেশনা সংস্থা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন