আন্তর্জাতিক ও দেশীয় অঙ্গনে শোতা-দর্শকপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’ প্রতিষ্ঠার ২০ বছর উপলক্ষে তার জন্মস্থান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যা¤পাসে কনসার্টের আয়োজন করতে যাচ্ছে। আজ সন্ধ্যা ৬ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে (সেন্ট্রাল ফিল্ড) আয়োজিত হবে, ‘টিএসসি টু ম্যাডিসন স্কয়ার গার্ডেন’ শিরোনামে দলটির কনসার্ট। চিরকুট এর সাথে কনসার্টে অতিথি হিসেবে পারফর্ম করবে ক্রিপটিক ফেইট, অ্যাশেজ, বাংলা ফাইভ, কাঁকতাল ও বাঙ্গু বিবি। সেই সাথে পারফর্ম করবে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির দূর্গ, কোলস্ল ও ইনট্রয়েড। বিশেষ অতিথি হিসেবে থাকছে ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তী মাকসুদুল হক (ঢাকা), ফুয়াদ নাসের বাবু (ফিডব্যাক), নকীব খান (রেনেসাঁ), ব্যান্ড মাইলস ও চিত্রনায়িকা জয়া আহসান। সঙ্গীতের এই উৎসবে থাকছে আরও নানান আয়োজন। চিরকুট ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যাত্রা শুরু করে গত ২০ বছরে অর্জন করেছে অভূতপূর্ব সাফল্য। বাংলা গানকে পৌঁছে দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। গত বছর বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনে আয়োজিত ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ’ কনসার্টে বিশ্বখ্যাত ব্যান্ডদল স্করপিয়ন্স-এর সাথে একই মঞ্চে পারফর্ম করার বিরল গৌরব অর্জন করে। ফোক থেকে রক, ক্লাসিক্যাল থেকে দেশের গান কিংবা চলচ্চিত্রে, সবক্ষেত্রেই সাফল্য পেয়েছে চিরকুট। ‘টিএসসি টু ম্যাডিসন স্কয়ার গার্ডেন’ শিরোনামের এই কনসার্টের টিকেটমূল্য ৫০০ টাকা। কনসার্টটি আয়োজন করছে সল্ট ক্রিয়েটিভস।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন