এনটিভিতে আজ রাত ৮.২০ মিনিটে প্রচার হবে নতুন ধারাবাহিক নাটক ‘আমরা আমরাই’। নাটকটি বৃহস্পতি, শুক্র ও শনিবার প্রচার হচ্ছে। মেহেদী হাসান হৃদয়ের রচনা ও পরিচালনায় নাটকটিতে আভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, মারজুক রাসেল, মুকিত জাকারিয়া, মাজনুন মিজান, শরাফ আহমেদ জীবন, রোজি সিদ্দিকী, ঊর্মিলা শ্রাবন্তী কর, রিফাত চৌধুরী, শেজাদ ওমর, আইরিন আফরোজ, খাইরুল আলম টিপু, ফরহাদ লিমন প্রমুখ। গল্পের শুরু ঢাকার কোন এক মহল্লার একটি পরিবারকে কেন্দ্র করে। সেই পরিবারে বাবা, মা, বড় মেয়ে, ছোট মেয়ে, বড় জামাই আর নাতি থাকে। বড় জামাই ঘরজামাই থাকে বলে সবসময় অবহেলিত। একমাত্র শ্যালিকার বিয়ে ঠিক হয়েছে। শ্যালিকার বিয়ের কার্ড বিলি করে বেড়ায় দুলাভাই। পুরো মহল্লার সবাইকে দাওয়াত করা হয়। দাওয়াত থেকে বাদ যায়না মহল্লার পাগলটাও। এই মহল্লায় একই বয়সের ৭ ছেলের মধ্যে খুব বন্ধুত্ব। ছোটখাটো বিষয় নিয়ে মহল্লার মানুষগুলোর মধ্যে কিছু ক্রাইসিস দেখা যায়। মান অভিমান শুরু হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন