শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

কানাডায় মুক্তি দেয়া হচ্ছে শনিবার বিকেল

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০৩ এএম

সেন্সর সার্টিফিকেট না পেলেও বিদেশে মুক্তি পাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা ‘শনিবার বিকেল’। আগামী ১০ মার্চ যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে সিনেমাটি। সিনেমাটির বিপনন ও পরিবেশনার দায়িত্বে রয়েছে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট পিটিই লিমিটেড। ২০১৬ সালে ঢাকায় হোলি আর্টিজান বেকারিতে নৃশংস জঙ্গি হামলার ঘটনার আলোকে বাংলা ও ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে ‘শনিবার বিকেল’। ইতোমধ্যে সিনেমাটি বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। ফুকৌকা, মস্কো ও ভেসৌল উৎসবে পুরস্কারও জিতেছে। তবে গত চার বছর ধরে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে আছে সিনেমাটি। সম্প্রতি সেন্সরবোর্ড শর্ত সাপেক্ষে সিনেমাটি মুক্তির অনুমতি দিলেও অন্য জটিলতার কারণে দেশে মুক্তি দেয়া যাচ্ছে না। ফলে বাধ্য হয়ে সিনেমাটি বিদেশে মুক্তি দিচ্ছেন নির্মাতা। মোস্তফা সরয়ার ফারুকী বলেন, শেষ পর্যন্ত ছবিটি বৃহত্তর দর্শকের কাছে পৌঁছাতে পারবে, এতে আমি গর্বিত। দেশের মানুষের জন্য এই ছবি দেখতে পারা গুরুত্বপূর্ণ। আমার চাওয়া ছিলো প্রথমে বাংলাদেশে মুক্তি পাবে। তা হচ্ছে না। তারপরও উত্তর আমেরিকা থেকে শুরু হয়ে সারাবিশ্বের মানুষ এটি দেখবে, এজন্য আমি গর্বিত। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশীদ, ইরেশ যাকের, ফিলিস্তিনের ইয়াদ হুরানি, ভারতের পরমব্রত চ্যাটার্জি প্রমুখ। এটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ছবিয়াল এবং জার্মানির ট্যান্ডেম প্রোডাকশন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন