শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আটাশে বিদায় নিলেন ‘দ্য ওয়াকিং ডেড’ তারকা জ্যানসেন প্যানেটিয়ের

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

অভিনেত্রী হেডেন প্যানেটিয়েরের ছোট ভাই মাত্র ২৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। তিনি ‘ইভেন স্টিভেন্স’, ‘ব্লুজ ক্লুজ’ এবং ‘দ্য ওয়াকিং ডেড’ সিরিজগুলোতে অভিনয় কনরা ছাড়াও ‘আইস এইজ : দ্য মেল্টডাউন’ ফিল্মে ভয়েস দিয়েছেন। অভিনেতার প্রতিনিধি তার মৃত্যুর খবর জানিয়েছেন, তার মৃত্যুর কারণ বা অন্য কোনও বিষদ জানা যায়নি। ১৯৯৪ সালে ২৫ সেপ্টেম্বর প্যানেটিয়েরের জন্য নিউ ইয়র্কের প্যালিসেডে। ২০০২ সালে ডিজনির ‘ইভেন স্টিভেন্স’ সিরিজ দিয়ে তার যাত্রা শুরু শোবিজে। তিনি এই সিরিজে শায়া লাবফ রূপায়িত লুই স্টিভেন্সের ছোটবেলার ভূমিকায় অভিনয় করেন। এরপর তাকে একে একে দেখা যায় সিটকম ‘হোপ অ্যান্ড ফেইথ’, ড্রামা সিরিজ ‘থার্ড ওয়াচ’ এবং পরের বছর তিনি ‘ব্লুজ ক্লুজ’ সিরিজে পেরিউইঙ্কলের ভয়েস দেন। ভয়েস আর্টিস্ট হিসেবে তিনি ‘হান্ড্রেড থিংস টু ডু বিফোর মিডল স্কুল’, ‘রোবটস’, ‘আইস এইজ : দ্য মেল্টডাউন’ এবং ‘দ্য এক্স’স’-এ অংশ নেন। ‘নিকেলোডিয়নের ‘দ্য লাস্ট ডেজ অফ সামার’-এ তার কাজ প্রশংসিত হয়। ‘দ্য ওয়াকিং ডেড’-এর একটি পর্বে অভিনয় করেন তিনি। সর্বশেষ তাকে দেখা গেছে ২০২২-এর ফিল্ম ‘লাভ অ্যান্ড লাভ নট’-এ। বোন হেডেনের সঙ্গে তাকে দেখা গেছে ডিজনি চ্যানেলের ফিল্ম ‘টাইগার ক্রুজ’ (২০১৯) এবং এমটিভির ‘হাউ হাই টু’তে। প্যানিটিয়ের এছাড়া অংকন করতেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন