কয়েক সপ্তাহ ধরেই টিআরপির সিংহাসন দখল করে আছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। একদিকে দীপা-সূর্য্য’র অসাধারণ কেমিস্ট্রি, অন্যদিকে সোনা-রূপার মিষ্টি মিষ্টি কথা এই ধারাবাহিকের অন্যতম ইউএসপি। প্রতিদিন এই ধারাবাহিকের টানটান উত্তেজনা দর্শকদের উত্তেজনা আরও বাড়ছে। যার রেজাল্ট টিআরপির রেজাল্ট। প্রতি সপ্তাহেই সিংহাসনে একেবারে এঁটে বসে আছে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকটি। আজ বৃহস্পতিবার, অর্থাৎ টিআরপির তালিকা ঘোষণার দিন। তবে কয়েক সপ্তাহ ধরেই টিআরপি তালিকার কোনও পরিবর্তন হয়নি। তবে এই সপ্তাহের ফলাফল একেবারে চমকে দেওয়ার মতো। সেরা পাঁচের তালিকা একই থাকলেও, টিআরপি-র নীচটা যেন খসে পড়ে গিয়েছে। হ্যাঁ, এই সপ্তাহেও সেরার আসনে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। তবে ঘাড়ে নিশ্বাস ফেলছে ‘জগদ্ধাত্রী’। নম্বর বেড়েছে। আর ‘গৌরী এলো’ ধরেই রেখেছে তার ৩ নম্বর স্থান। চারে রয়েছে নিম ফুলের মধু। পল্লবী শর্মার নতুন ধারাবাহিক দর্শকদের যে বেশ মনে ধরেছে তা ভালই বোঝা যাচ্ছে। এদিকে বাংলা মিডিয়ামের হাল খারাপ। তাদের স্থান ৬ নম্বরে। পাঁচে রয়েছে ‘রাঙা বউ’। এদিকে স্টার জলসার পঞ্চমীতে হিন্দি নাগিনের একটি ছটা এলেও বাংলার দর্শককে সেভাবে প্রভাবিত করতে পারছে না। তবে সবকিছুর শেষে চমক দিয়েছে ‘মিঠাই’। আগের সপ্তাহ অবধিও সেরা দশে ছিল না। এবার নম্বর বাড়িয়ে ৭ নম্বরে উঠে এসেছে ‘মিঠাই’। উল্টোদিকে বালিঝড়কে একেবারে টিকতেই দিচ্ছে না মিঠাই রানি। এদিকে ভালো ফল ‘গাঁটছড়া’রও। রয়েছে ৬ নম্বর পজিশনে। নম্বর বাড়িয়ে ধীরে ধীরে এগোচ্ছে ‘মেয়েবেলা’। চলতি সপ্তাহে এই মেগা রয়েছে নয় নম্বরে। সুতরাং সব মিলিয়ে এবারের টিআরপি তালিকায় একেবারে জি-এর রমরমা। পিছিয়ে পড়েছে অনেকটাই স্টার জলসা।
এক নজরে সেরা দশ :
০১. অনুরাগের ছোঁয়া (৯.৩) (স্টার জলসা), ০২. জগদ্ধাত্রী (৯.০) (জি বাংলা), ০৩. গৌরী এলো (৮.৬) (জি বাংলা), ০৪. খেলনা বাড়ি (জি বাংলা)/ নিম ফুলের মধু (৮.৪) (স্টার জলসা), ০৫. রাঙা বউ (৭.৬) (জি বাংলা), ০৬. গাঁটছড়া (৭.১) (স্টার জলসা), ০৭. মিঠাই (৭.০) (জি বাংলা), ০৮. বাংলা মিডিয়াম (৬.৯) (স্টার জলসা), ০৯. মেয়েবেলা (৬.৭) (স্টার জলসা), ১০. পঞ্চমী/হরগৌরী পাইস হোটেল (৬.৬) (স্টার জলসা)।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন