বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

নতুন পোর্টফলিও প্ল্যাটফর্ম সোপিয়া

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

চার দিনব্যাপী তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রদর্শনী বেসিস সফট এক্সপো শুরু হয়েছে। রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এই প্রদর্শনী। ‘ওয়েলকাম টু স্মার্টভার্স’ ¯ে¬াগান নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের জাতীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। বেসিস সফটএক্সপো ২০২৩ এর এই প্রদর্শনীতে অফিসিয়ালি লঞ্চ হলো বাংলাদেশের প্রথম গ্লোবাল নো কোডিং ই-কমার্স, ব্লগ এবং পোর্টফলিও প্ল্যাটফর্ম সোপিয়া। বাংলাদেশ ই-কমার্স ব্যবসার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে শুক্রবার বিকেলে কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সোপিয়া ইনোভেশন লিমিটেডের ম্যানিজিং ডিরেক্টর মো. একরামুল হক। ৪ দিন ব্যাপী এই প্রদর্শনীতে সোপিয়া-এর স্টলে থাকছে ভিজিটরদের জন্য বিনামূল্যে ওয়েবসাইট খোলার মাধ্যমে গিফট হ্যা¤পার জেতার সুযোগসহ নানা আয়োজন। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আসাদ বিন আব্দুল্লাহ বলেন, সোপিয়া হলো একটি এসএএএস ভিত্তিক সিএমএস প্ল্যাটফর্ম। এর মাধ্যমে ৩০ মিনিটেই বিনামূল্যে তৈরি করা যাবে নিজের প্রফেশনাল ই-কমার্স, ব্লগ এবং পোর্টফোলিও ওয়েবসাইট। এতে অনলাইন প্ল্যাটফর্মে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে দেশের আর্থ সামাজিক ব্যবস্থার যুগান্তকারী পরিবর্তন আসবে এবং ডিজিটাল বাংলাদেশ অর্জনে আরও একধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন