শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বৃষ্টি উপেক্ষা করে মঞ্চ মাতালেন জেমস

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

বসন্তের এক বৃষ্টির মধ্যেই গান গেয়ে শ্রোতাদের মাতালেন নগরবাউল জেমস। গত শুক্রবার গাজীপুরস্থ পূর্বাচলে অবস্থিত একটি রিসোর্টে ২০০৪ সালের এসএসসি ব্যাচ আয়োজিত ‘০৪ স্টারস ডে’ নামের কনসার্টটিতে বৃষ্টি উপেক্ষা করে গানে গানে ভক্ত-অনুরাগীদের মাতান তিনি। কাঁধে গিটার ঝুলিয়ে তারুণ্যের প্রতীক হয়ে জেমস মঞ্চে উঠেন রাত আটটায়। দর্শক গ্যালারি মুখর হয়ে উঠল ‘লাভ ইউ গুরু’ ধ্বনিতে। মঞ্চে উঠে ভরাট কণ্ঠে জেমস শুরু করেন ‘কবিতা তুমি স্বপ্নচারিণী’ গানটি দিয়ে। এরপর একে একে গান ‘দিওয়ানা মাস্তানা’, ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’, ‘লেইস ফিতা লেইস’, ‘সুলতানা বিবিয়ানা’ ইত্যাদিসহ আরও তার জনপ্রিয় গান। জেমসের সঙ্গে সুর মিলিয়ে গান সবাই। প্রথমে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন