ইতোমধ্যে ২০২১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দিবেন। আগামী ৯ মার্চ অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে। এবারের অনুষ্ঠান উপস্থাপনা করবেন চিত্রনায়িকা নূসরাত ফারিয়া। এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি নাচে অংশগ্রহন করেছেন। নূসরাত ফারিয়া বলেন, এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমি তিনবার পারফর্ম করেছি। কিন্তু এবারের বিষয়টা ভিন্ন। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থাপনা করতে যাচ্ছি, তাই একটু ভয় কাজ করছে। তবে উপস্থাপনা আমি সবসময়ই উপভোগ করি এবং আমার কাছে সবসময়ই চালেঞ্জিং মনে হয়। এদিকে নূসরাত ফারিয়া ইতোমধ্যে মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় প্রথমবার বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। একটি মেহেদী’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিলো ‘ভয়’।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন