‘আইএফআইসি ব্যাংক সৃজনশীল ও মননশীল সাহিত্যের সহযাত্রী’ এই স্লোগান নিয়ে ২০১১ সাল থেকে প্রতি বছর মননশীল ও সৃজনশীল দু’টি বিভাগে দু’জন লেখককে ‘সাহিত্য পুরস্কার’ প্রদান করে আসছে আইএফআইসি ব্যাংক। এ ধারাবাহিকতায় পুরস্কারের ১২তম বছরের আয়োজন সম্পন্ন হয়েছে গত ২৫ ফেব্রুয়ারি ঢাকার পল্টনস্থ আইএফআইসি টাওয়ারে। ২০২০ সালের জন্য সৃজনশীল বিভাগে ‘দুধ’ শিরোনামের বইয়ের জন্য সাংবাদিক ও লেখক মশিউল আলম এবং ২০২১ সালের জন্য মননশীল বিভাগে ‘নজরুল সংগীত : বাণীর বৈভব’ শিরোনামের বইয়ের জন্য বিশিষ্ট কবি ও গবেষক আমিনুল ইসলাম ও সৃজনশীল বিভাগে ‘উজানবাঁশি’ শিরোনামের উপন্যাসের জন্য সাহিত্যিক স্বকৃত নোমান আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার পেয়েছেন। নির্বাচিত প্রত্যেক সেরা লেখককে উত্তরীয়, পুরস্কারের অর্থ ৫ (পাঁচ) লাখ টাকা, ক্রেস্ট ও প্রশংসাপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আইএফআইসি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বিশেষ অতিথি হিসেবে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ, সম্মানিত অতিথি হিসেবে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট-এর সাম্মানিক বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার, আইএফআইসি ব্যাংক পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালকবৃন্দ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব শাহ এ সারওয়ার, উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, গুণীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধবৃন্দ উপস্থিত ছিলেন। কোভিড-১৯ পরিস্থিতির কারণে ২০১৮ ও ২০১৯ সালের আনুষ্ঠানিক আয়োজন সম্ভব হয়নি বলে উক্ত অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ২০১৮ এবং ২০১৯-এর নির্বাচিত বইয়ের লেখকবৃন্দের হাতেও আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট তুলে দেয়া হয়। একইসাথে ‘আইএফআইসি সংস্কৃতিরতœ সম্মাননা ২০২০’-এ ভূষিত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদারকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়। ২০১৮ সালে মননশীল বিভাগে ‘বিদ্রোহী রণক্লান্ত : নজরুল জীবনী’ গ্রন্থের জন্য বিশিষ্ট লেখক ও গবেষক গোলাম মুরশিদ এবং সৃজনশীল বিভাগে ‘মায়ানগর’ গ্রন্থের জন্য বিশিষ্ট লেখক ও সাহিত্যিক ইমদাদুল হক মিলন এবং ২০১৯ সালে মননশীল বিভাগে ‘ভাষা আন্দোলন : টেকনাফ টু তেঁতুলিয়া’ গ্রন্থের জন্য কবি, প্রবন্ধকার ও গবেষক আহমদ রফিক এবং সৃজনশীল বিভাগে ‘আগস্ট আবছায়া’ গ্রন্থের জন্য কবি, লেখক-সাহিত্যিক মাসরুর আরেফিনকে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট প্রদান করা হয়। বরেণ্য সাহিত্যিক ও সাহিত্য সমালোচকদের নিয়ে গঠিত নির্বাচকম-লী, বাছাই কমিটি ও বিচারকম-লী প্রতি বছর আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কারের জন্য সৃজনশীল ও মননশীল বিভাগ থেকে সেরা দু’টি বই নির্বাচন করে থাকেন। গত এক যুগ ধরে প্রতি বছর লেখক ও সাহিত্যিকদের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানের এই আয়োজন ইতোমধ্যে কবি, লেখক-সাহিত্যিক ও পাঠক মহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে এবং সকলের কাছে বিশেষ গ্রহণযোগ্যতা লাভ করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন