শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

পরিচালক টিম বার্টন মনিকা বেলুচির রোমান্সের গুজব!

| প্রকাশের সময় : ১ মার্চ, ২০২৩, ১২:০০ এএম

‘এডওয়ার্ড সিজরহ্যান্ডস’ পরিচালক টিম বার্টন অভিনেত্রী মনিকা বেলুচির সঙ্গে ডেটিং করছেন বলে গুজব রটেছে। এই গুজব মোটামুটি মাসখানেক ধরে চলছে। ইতালীয় অভিনেত্রী মনিকার (৫৮) সঙ্গে ৬৪ বছর বয়সী প্রথম সারির উল্লেখিত পরিচালকের পরিচয় আজ থেকে ১৬ বছর আগে, তবে গোপনে তারা প্রায় চার মাস আগে থেকে ডেট শুরু করেন। এই জুটি গত বছরের অক্টোবরে লিয়নে লুমিয়ের ফিল্ম ফেস্টিভ্যালে তাদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেন; এই উৎসবে বার্টনকে আজীবন অবদানের সম্মাননা দেয়া হয়। এই সম্মাননা হস্তান্তর করেন বেলুচি, সম্মাননা গ্রহণের সময় বার্টন বলেন, আমার সারাজীবনের কাজ মিলিয়ে আজকের মত এতো ভালবাসা আর কখনও পাইনি। তাদের একসঙ্গে দেখা গছে ফরাসী পরিচালক লুই লুমিয়ের পরিচালিত ১৮৯৫ সালের নির্বাক তথ্য চিত্রের রিপ্রডাকশনের প্রদর্শনীতে। ২০০৬ সালে তারা অল্প সময়ের জন্য হলেও কান উৎসবে কিছুটা সময় কাটান। ২০১৯ সালে ফরাসী মডেল নিকোলাস লাফয়েভের (২৭) সঙ্গে ছাড়াছাড়ির পর বেলুচি একা ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন