অভিনেতা মাহফুজ আহমেদ অত্যন্ত বুঝেশুনে এবং হিসেব করে অভিনয় করেন। যে কাজে কোনো সুফল বয়ে আনে না, সে কাজ করেন না। প্রয়োজনে তিনি অপেক্ষা করেন কিংবা কাজ থেকে বিরতি নেন। আর যা টার্গেট করেন তা পূরণ করে ছাড়েন। বেশ কয়েক বছর ধরে তিনি কোনো অভিনয় করছিলেন না। এর কারণ যে, তার কাজের নীতি, তা বলা বাহুল্য। তবে তিনি ফিরেছেন। এমন এক কাজ নিয়ে ফিরেছেন যেখানে মাহফুজ আহমেদকে দর্শকদের ভিন্নভাবে আবিষ্কার করতে হবে। ফিরেছেন সিনেমা দিয়ে। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ নামে একটি সিনেমা দিয়ে ফিরেছেন। সিনেমাটি যে বিশেষ কিছু হবে, তা ধরে নেয়া যায়। কারণ, মাহফুজ আহমেদ বহু বছর সিনেমায় অভিনয় করেন না। যেহেতু সিনেমা দিয়ে ফিরছেন, ফলে ধরে নেয়া যায়, এটি তার জন্য বিশেষ একটি সিনেমা। সিনেমাটির নির্মাণ কাজ শেষ হয়েছে। ইতোমধ্যে এর একটি গান প্রকাশ করা হয়েছে। এতে তার নায়িকা বুবলি। গত ২৭ ফেব্রুয়ারি বঙ্গ’র ইউটিউব চ্যানেলে ‘মেঘের নৌকা’ শিরোনামের গানটি রিলিজ দেয়া হয়েছে। রোমান্টিক এ গানে মাহফুজ ও বুবলির মাখানো রোমান্টিকতা দর্শকের মন ছুঁয়ে যাচ্ছে। এর সাথে সিলেট, ছেঁড়াদ্বীপ ও সেন্টমার্টিনের নৈসর্গিক স্থানগুলো গানটিকে করে তুলেছে বাঙময়। আসিফ ইকবালের কথায় গানটির সুর-সংগীত করেছেন ইমরান মাহমুদুল। গেয়েছেন ইমরান ও কোনাল। গানটি নিয়ে মাহফুজ আহমেদ বেশ মজা করেই বললেন, মানুষ নাকি প্রথম দেখায় প্রেমে পড়ে। আর আমি প্রেমে পড়লাম গান শুনে। এই গানটি শোনার পর থেকে আমি প্রেমে ডুবে আছি। সেটা থেকে বের হতে পারছি না। এটা আমার কাছে শুধু গান নয়, প্রেমিকার মতো। আসিফ ইকবাল এক অসাধারণ গান লিখেছেন। তাতে ইমরান ও কোনাল তাদের জীবনের সব প্রেম যেন ঢেলে দিয়েছেন। নির্মাতা চয়নিকা চৌধুরী এই কথা-সুরের প্রেমকে পর্দায় হৃদয়¯পর্শী করে তুলেছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞ। আসিফ ইকবাল বলেন, গানটি লেখার প্রথম কারণ হচ্ছে, এ সিনেমার মাধ্যমে মাহফুজ আহমেদ দীর্ঘদিন পর অভিনয়ে ফিরছেন। এটা আনন্দের বিষয়। ফলে তার ফেরাটা যাতে স্মরণীয় হয়ে থাকে এ কারণে যথেষ্ট আবেগ আর আন্তরিকতা দিয়ে গানটি লিখেছি। ইমরান ও কোনাল অসম্ভব ভালো গেয়েছে। পর্দায় দেখার পর মনে হয়েছে গানটির চিত্রায়ণের মাধ্যমে সুবিচার করেছেন নির্মাতা। কোনাল বলেন, আমার ছোট্ট ক্যারিয়ারে যা গেয়েছি, এরমধ্যে অন্যতম সেরা গান হতে যাচ্ছে, ‘মেঘের নৌকা’। গানটি প্রকাশের পর দারুণ সাড়া পাচ্ছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি গানটির গীতিকবি, সুরকার, নির্মাতা এবং শিল্পীদের প্রতি। বুবলি বলেন, পর্দায় অভিনয় করার জন্য এরকম মিষ্টি সুর ও কথার গান সচরাচর আমরা পাই না। শুটিং থেকে গানটি আমার অসম্ভব পছন্দের। গানটি মাত্রই প্রকাশ হয়েছে। যার মাধ্যমে আমার ও মাহফুজ আহমেদের ক্যামিস্ট্রিটা দেখবেন সবাই। সিনেমা মুক্তির সময় যেমন অস্থির লাগে, এই গানটি প্রকাশের পরও আমার তেমন লাগছে। আমি অপেক্ষায় আছি দর্শক- শ্রোতাদের প্রতিক্রিয়া জানার জন্য। উল্লেখ্য, রঙ্গন মিউজিকের ব্যানারে নির্মিত ‘প্রহেলিকা’র কাহিনী ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার। শিঘ্রই এর মুক্তির তারিখ জানানো হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন