শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার পরিবর্তে নিজেদের নিয়ে ভাবা উচিত যুক্তরাষ্ট্রের -ডোনাল্ড ট্রাম্প

| প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে ওবামা প্রশাসনের সিদ্ধান্তের প্রেক্ষিতে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত নিজেদের নিয়ে ভাবা, কেননা, ‘কেউ জানে না আসলে কী ঘটছে’।
ডেমোক্রেটিক পার্টির কার্যক্রম বাধাগ্রস্ত করার ব্যাপারে রাশিয়ার বিরুদ্ধে মার্কিন গোয়েন্দা বিভাগের সামনে আনা অভিযোগের বিরোধিতা করেছেন ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম লাটভিয়ার রাজধানী রিগা সফরকালে বলেন, ২০১৬ সালের নির্বাচনকে হ্যাকিংয়ের মাধ্যমে বাধাগ্রস্ত করার জন্য রাশিয়ার নিষেধাজ্ঞার আশা করা উচিত।
সাংবাদিকরা প্রশ্ন করেন, যে কোনোভাবে যদি নিষেধাজ্ঞা আরোপ করা হয়?-এর জবাবে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, আমাদের নিজেদের জীবনধারা নিয়েই আমাদের ভাবা উচিত’। আমি মনে করি, কম্পিউটার আমাদের জীবনকে অনেক জটিল করে ফেলেছে। কম্পিউটারে এমন একটা পরিবেশ সৃষ্টি করেছে যাতে কেউ জানে না আসলে কী ঘটছে। যদিও ট্রাম্প বলেন, গ্রাহামের মন্তব্য সম্পর্কে তিনি অবহিত নন। তিনি উল্লেখে করেছেন, ‘আমাদের গতি আছে, আমাদের আরো অনেক কিছু আছে, কিন্তু আমি নিশ্চিত নই যে ধরনের নিরাপত্তা তোমার প্রয়োজন তা আছে কি না। আমি সিনেটরদের সাথে কথা বলিনি, তবে আমি নিশ্চিত যে, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এটা কাটিয়ে ওঠা যাবে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত আঁন্দ্রে ক্রুৎসকিশ গতকাল বলেন, মস্কো আশা করে যে, আসন্ন ট্রাম্প প্রশাসনের আমলে এ নিষেধাজ্ঞা উঠে যেতে পারে। সূত্র : আরটি। (এ সংক্রান্ত আগের খবর পৃষ্ঠা-৬)

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন