শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ক্যারিয়ারই ছিল আমার মূল ফোকাস : কিটু

| প্রকাশের সময় : ২ মার্চ, ২০২৩, ১২:০০ এএম

কিটু বলেন, ‘আমি ২০ বছর বয়সে যে অভিনয় করতাম, তার থেকে এখন অনেক পরিণত অভিনয় করি। তবে মধ্য বয়সী মহিলাদের জন্য চিত্রনাট্য লেখা ভারতে সেভাবে হয় না। ইউরোপ, আমেরিকায় হয়। তবে হ্যাঁ, তুলনামূলকভাবে এখন এই বিষয়টার কিছুটা পরিবর্তন হয়েছে, তবে তারপরেও বলব, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির রক্ষণশীল।’ একসময় ‘স্বাভিমান’, ‘শক্তিমান’-এর মতো ভারতীয় টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় দুই ধারাবাহিকের দৌলতে অভিনেত্রী কিটু গিদওয়ানি ছিলেন বেশ পরিচিত মুখ। পরবর্তী সময়েও বিভিন্ন ধারাবাহিক ও ছবিতে অভিনয় করেছেন কিটু। খুব শীঘ্রই কমেডি সিরিজ ‘পটলাক-২’-এ অভিনয় করতে দেখা যাবে কিটু গিদওয়ানিকে। পাশাপশি টেলিভিশনের পর্দাতেও আবারও ফিরছেন তিনি। কিটুর কথায়, ‘বড় পর্দা, ওটিটি তাঁকে যেটা দেয়নি, সেটা তাঁকে টেলিভিশন দিয়েছে।’ তাঁর কথায়, ‘এখনও বিনোদন জগতে ৪০-এর পর মহিলাদের আর সেভাবে গুরুত্ব থাকে না। যেটা লজ্জার।’ ‘পটলাক-২’র এই প্রসঙ্গ ধরেই তাঁকে প্রশ্ন করা হয়, মাঝবয়সে গিয়ে তাঁকে ব্যক্তিগত জীবনে পরিবারে কোনও সমস্যার মুখোমুখি হতে হয়েছে কিনা? সে প্রসঙ্গে কিটু বলেন, ‘কেরিয়ারের সুবাদে আমি সবসময় স্পটলাইটে ছিলাম, তাই আমার জন্য এটি কোনও সমস্যা হয়ে দাঁড়ায়নি। আমি আমার নিজের প্রতি খুব ফোকাস ছিলাম না এবং আমার কেরিয়ারকে পুরোপুরি উপভোগ করেছি। কখনই স্বামী, সন্তান এবং পরিবারের অন্যান্যদের জন্য নিবেদিত প্রাণ ছিলাম না। তাই সামগ্রিকভাবে আমার তুলনা টানলে আপনি এই সমস্যাটা দেখতে পাবেন না। আর আমি যে নতুন করে বিনোদন দুনিয়ায় ফিরছি তা নয়, আমি এর মধ্যেই ছিলাম।’ অভিনয় নিয়ে কিটু বলেন, ‘আমি ২০ বছর বয়সে যে অভিনয় করতাম, তার থেকে এখন অনেক পরিণত অভিনয় করি। তবে মধ্য বয়সী মহিলাদের জন্য চিত্রনাট্য লেখা ভারতে সেভাবে হয় না। ইউরোপ, আমেরিকায় হয়। তবে হ্যাঁ, তুলনামূলকভাবে এখন এই বিষয়টার কিছুটা পরিবর্তন হয়েছে, এখন মহিলারা শুধু মা নন, তাঁরা আজ উদ্যোক্তা, শিল্পপতি, রাজনীতিবিদ, লেখক, ডাক্তার ইত্যাদি। তবে তারপরেও বলব, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি রক্ষণশীল। নারীর ক্ষমতায়ন নিয়ে তাঁরা কিছুটা হলেও ভীত।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন