শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ওমানের সবচেয়ে বড় কনসার্টে বাংলাদেশের তারকারা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২৩, ১২:০০ এএম

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের রাজধানী মাস্কাটে আজ থেকে শুরু হচ্ছে ৫ দিন ব্যাপী বড় পরিসরের সঙ্গীত ও সাংস্কৃতিক উৎসব। দেশটির অটোমোবাইল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই উৎসবে ওমানের শিল্পীরা ছাড়াও সউদী আরব, ভারত, পাকিস্তান ও বাংলাদেশের তারকা শিল্পীরা অংশগ্রহণ করবেন। বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন চিত্রনায়ক শাকিব খান, কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, ন্যানসি ও ইমরান মাহমুদুল। উৎসব আয়োজন করছে ওমান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের সদস্য ও উৎসবের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জামাল বিন সাইদ আল তাজ। প্রতিদিন ২০ হাজার দর্শক এতে অংশ নিতে পারবেন। আয়োজনটির জন্য তৈরি করা হয়েছে ২৪ মিটার প্রশস্ত বিশাল মঞ্চ। যেখানে অত্যাধুনিক প্রযুক্তি ও আলোকসজ্জা থাকবে। ২ মার্চের পর ৩, ৪, ১০ ও ১১ মার্চ অনুষ্ঠিত হবে এ আয়োজন। সউদী আরবের অন্যতম বড় তারকা আয়েধ ইউসুফের পরিবেশনা দিয়ে শুরু হবে উৎসব। এরপর ৩ মার্চ অংশ নেবেন ভারতের মিউজিক্যাল জিনিয়াস ইলাইয়ারাজা। বাংলাদেশি তারকারা পারফর্ম করবেন ৪ মার্চ। ১০ মার্চ গাইবেন বলিউড গায়িকা সুনিধি চৌহান। এরপর ১১ মার্চের সমাপনী আকর্ষণ হিসেবে থাকছেন পাকিস্তানের নন্দিত গায়ক রাহাত ফতেহ আলী খান। উৎসবে ১৩০ জন সঙ্গীতশিল্পী অংশ নেবেন। এটি ওমানের ইতিহাসের অন্যতম বড় লাইভ কনসার্ট হতে যাচ্ছে। আয়োজনটি নিয়ে ব্রিগেডিয়ার জামাল বিন সাইদ আল তাজ সংবাদমাধ্যমকে বলেছেন, এটি একটি ব্যতিক্রম আয়োজন, যেখানে আমাদের স্থানীয় মেধাবীরা বৈশ্বিক তারকাদের সঙ্গে একই মঞ্চে নিজেদের তুলে ধরতে পারবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন