শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

হলিউড শীর্ষ পাঁচ

| প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২৩, ১২:০০ এএম

১. অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প : কোয়ান্টাম্যানিয়া
২. কোকেন বেয়ার
৩. জেসাস রেভোল্যুশন
৪. অ্যাভাটার : দ্য ওয়ে অফ ওয়াটার
৫. পুস ইন দ্য বুটস : দ্য লাস্ট উইশ

কোকেন বেয়ার
এলিজাবেথ ব্যাঙ্কস পরিচালিত কমেডি-থ্রিলার। প্রধানত অভিনেত্রী ব্যাঙ্কস পরিচালিত ফিল্ম- ‘পিচ পারফেক্ট টু’ (২০১৫) এবং ‘চার্লি’স এঞ্জেলস’ (২০১৯)। এটি ১৯৮৫’র একটি বাস্তব ঘটনা অবলম্বনে ফিল্মট নির্মিত হয়েছে।
১৯৮৫ সাল। যুক্তরাষ্ট্রে মাদক পাচারের এক স্বর্ণযুগ। এমনকী বিমানে করেও মাদক পাচার করা হয়। এমনই একটি বিমান দুর্ঘটনায় পড়ে। কিছু কোকেনের প্যাকেট এক জর্জিয়ার বনে পতিত হয় আর কিছু ফেলে দেয়া হয় টেনেসির নক্সভিলে; মাদক পাচারকারীরা মনে করেছিল সেগুলো পরে উদ্ধার করে নেবে তারা। পুলিশ সেসব মাদকের অধিকাংশ উদ্ধার করে। তবে সর্বভুক প্রাণী কালো ভালুকের সামনে পড়ে এমনই একটি হারিয়ে যাওয়া কোকেনের প্যাকেট। খাবার মনে করে ভালুকটি সেটি গলাধকরণ করে। এরপরই শুরু হয় সেই ভালুকের নেশার প্রভাবে উন্মত্ত আচরণ। ভালুকের পাল্লায় পড়ে ক্যাম্পিংয়ে আসা কিছু পরিবার, কিছু অভিযানপ্রিয় কিশোরকিশোরী, পুলিশ আর কয়েকজন স্বাস্থ্যকর্মী আর তাদের অ্যাম্বুলেন্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন