মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

গানে গানে ৪০ পেরিয়ে ৪১-এ জি-সিরিজ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২৩, ১২:০১ এএম

দেশের প্রথম সারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ প্রতিষ্ঠার চার দশক পূর্ণ করেছে। চার দশক পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটি ৫ মার্চ বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করছে। প্রতিষ্ঠানটির কর্ণধার নাজমুল হক ভূঁইয়া খালেদ বলেন, মনে হচ্ছে এই সেদিন জি সিরিজের যাত্রা শুরু হয়েছে। দেখতে দেখতে প্রতিষ্ঠানটি ৪০ বছর পূর্ণ করেছে। কিভাবে চার দশক চলে গেছে টের পাইনি। বিগত দিনগুলোর মত আগামী দিনগুলোতেও দেশের সব গুণী শিল্পীকে নিয়ে কাজ করবে জি-সিরিজ। পাশাপাশি নতুন প্রতিভাবানদের নিয়ে কাজ করা অব্যাহত রাখবে। বিগত বছরগুলোর মতো আগামী বছরগুলোতেও সবার অকৃত্রিম ভালবাসা আর সহযোগিতা নিয়ে এগিয়ে যাবো। উল্লেখ্য, শিল্প অনুরাগী নাজমুল হক ভূঁইয়া খালেদ ১৯৮৩ সালে জি-সিরিজ প্রতিষ্ঠা করেন। তার একনিষ্ঠতায় জি-সিরিজ দেশের প্রথমসারির প্রযোজনা সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই দেশীয় শিল্প-সংস্কৃতি ও ঐতিহ্যকে গুরুত্ব দেয়ার পাশাপাশি দেশসেরা নন্দিত সঙ্গীতশিল্পীসহ নতুন প্রজন্মের প্রতিভা বিকাশেও অবদান রেখে চলেছে জি-সিরিজ। দেশের সঙ্গীত জগতের বহু প্রতিষ্ঠিত গীতিকার, সুরকার এবং সঙ্গীতশিল্পীদের যাত্রা শুরু হয়েছিল এ প্রতিষ্ঠানের হাত ধরে। জি-সিরিজের নামকরণ করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতাগ্রন্থ গীতাঞ্জলির ইংরেজি প্রথম বর্ণ ‘জি’ নিয়ে। এছাড়া, গায়া, গ্লোবাল ও গ্রাউন্ড এ শব্দগুলোর প্রথম বর্ণ ‘জি’। গায়া, গ্রাউন্ড ও গ্লোবালের বৈশিষ্ট্য অনুসরণের নীতি ও অনুমিতি জি-সিরিজের অন্যতম বৈশিষ্ট্য। প্রতিষ্ঠানটি বাংলা গানের ক্যাসেট, অ্যালবাম, সিডি, ভিসিডি, মিউজিক ভিডিও প্রকাশনাসহ নাটক, টেলিফিল্ম, সিনেমা এবং ভিডিও ডকুমেন্টারির প্রযোজনা-পরিবেশনা করে আসছে। এর অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণা প্রতিষ্ঠা করা হয় ২০০৬ সালে। এছাড়া জি-টেকনলজিস, জি-প্রাইম, রেডিও জি বিডি ডটনেট, অনলাইন নিউজ পোর্টাল নিউজজি, বিক্রয়বাবাডটকম, প্রতিষ্ঠানটির অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম শুরু করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন