রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বেলাল খানের সুরে কবির বকুলের কথায় নচিকেতার নতুন গান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২৩, ১২:০১ এএম

৬ বছর পর বাংলাদেশে এসে প্রথমবারের মতো গাইলেন কলকাতার জনপ্রিয় সঙ্গীতশিল্পী নচিকেতা। সম্প্রতি নচিকেতা চাঁদপুরে একটি অনুষ্ঠানে গান করতে আসেন। অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরে উঠেন গীতিকবি বকুলের বাড়িতে। ঘরোয়া আড্ডায় কবির বকুল নচিকেতাকে গানের সুর শোনালে নচিকেতা তাৎক্ষণিক গানটি গাওয়ার ইচ্ছা পোষণ করেন এবং বলেন এই মুহূর্তে গান গাওয়ার জন্য আমি রেডি। গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় মগবাজার প্রোটিউন স্টুডিওতে গানটির রেকর্ডিং স¤পন্ন হয়। ‘তুমি তোমার কাক্সিক্ষত স্বপ্নের দিকে হেঁটে যাচ্ছ, আমার দিকে আর ফিরে তাকিয়ো না, কেউ পেছনে দাঁড়িয়ে আছে যদি মনে হয়, অনিচ্ছাতে আর ঘাড় বাঁকিয়ো না, আমি তো ফুল শুকনো বকুল’ এমন কথায় গানটি সুর করেন বেলাল খান। গানটি নিয়ে কবির বকুল বলেন, এটি আমার লেখা একটি কবিতা। এবারের একুশে বইমেলায় প্রকাশিত ‘দ্বিতীয় জীবন’ বইয়ের একটি কবিতা। বেলালের সুরে নচিকেতা দাদা গাওয়ার পর সত্যিই গানটি ভিন্নমাত্রা পেয়েছে। নচিকেতা বলেন, নতুন প্রজন্ম দারুণ ভালো কাজ করে। ভালো কথা, ভালো সুর সবসময় আমাকে আকৃষ্ট করে। বকুল এবং বেলাল মিলে যে গানটি তৈরি করেছে, আমার মনে হয়েছে ,গানটি আমি না গাইতে পারলে ভীষণ মিস করতাম। বেলাল খান বলেন, একদিন বকুল ভাই তার পুরনো ডায়েরি থেকে একটি কবিতা আমাকে সুর করতে বলেন। এর কিছুদিন পর বকুল ভাইকে সুর শোনালে গানটি নচিকেতা দাদাকে গিয়ে গাওয়ানোর ইচ্ছা পোষণ করেন। এবার সত্যি সত্যি সেটা করতে পেরে ভীষণ ভালো লাগছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন