সঙ্গীতশিল্পী আসিফ আকবর সঙ্গীতকেই পেশা হিসেবে নিয়েছিলেন। এর পাশাপাশি অডিও প্রযোজনা ও রেস্টুরেন্ট ব্যবসাও করেছেন। তবে প্রথমবারের মতো তিনি চাকরি করতে যাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আসিফ চাকরির খবর জানিয়ে গতকাল সকালে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন মার্চের এক তারিখ থেকেই আমার চাকরি জীবন শুরু হয়েছে। জীবনে প্রথম কোনো চাকরিতে যোগদান করলাম। আজ থেকে (গতকাল) আমি আনুষ্ঠানিকভাবে অফিস শুরু করতে যাচ্ছি। চাকরির অফার এবং ধরন দুটোই আমার পছন্দ হয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে আরও একটি নতুন পালক যুক্ত হলো। আমি বেশ আনন্দ নিয়েই কাজে যোগদান করেছি। এই চাকরি মাধ্যমে মিউজিক ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু করার সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি লিখেন, এই চাকরির মাধ্যমে দেশের জন্য, আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু করার সুযোগ আমার আছে। উল্লেখ্য, আসিফ ভার্সেটাইল গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন। প্রতিষ্ঠানটির ‘হ্যালো সুপারস্টার’ অ্যাপ-এর কান্ট্রি হেড হিসেবে যোগ দিয়েছেন।
মন্তব্য করুন