শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আমার বয়স আবার এতটাই কম না: শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২৩, ২:১৪ পিএম

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ সরব অভিনেত্রী শবনম ফারিয়া। যার প্রমাণ মেলে তার ফেসবুকে। যেখানে কাজের বাইরে ব্যক্তিজীবনের নানা বিষয় তিনি শেয়ার করে থাকেন। আর তার দেওয়ার পোস্টগুলোতে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সাড়াও দিয়ে থাকেন। ফারিয়া নিজেও তাদের কথার উত্তর দিয়ে থাকেন মনের আনন্দে। তাকে এরই ধারাবাহিকতায় দেখা গেল ফেসবুকে মজার এক ঘটনা শেয়ার করতে। এই পোস্টে ভক্তরাও মজার মজার কমেন্ট করেছেন। তিনিও দিয়েছেন উত্তর।

শবনম ফেসবুকে লিখেছেন, ‘একটা ছেলে আমাকে বলল, “আপনি আমার ছোট বেলার ক্রাশ।” আমি বললাম, তাই? আপনার বয়স কত?’ বলে, “৩৩!” আমার চেয়ে বয়সে বড় একটা মানুষের ছোট বেলার ক্রাশ আমি কেমনে হই? বুঝতেছি না!’

ফারিয়ারে এই পোস্টে মন্তব্য প্রকাশ করেছে অনেকেই। কেউ কেউ আবার মজার ছলে উত্তরও দিয়েছে। দেবজ্যোতি নামে একজন লিখেছেন, ‘এটা হতে পারে। ছোটবেলায় উনি কল্পনা করতেন- একজনের জন্ম হবে আরও ৮-১০ বছর পর, তার ওপর আমি ক্রাশ খাব! এভাবে আর কি…।’

উত্তরে শবনম ফারিয়া লিখেছেন, ‘দাদা আমার বয়স আবার এতটাই কম না!’ সেখানে দেবজ্যোতি লিখেছেন, ‘সরি আপু, আমি আপনাকে আমার বয়সী ভাবছিলাম।’

উল্লেখ্য, ২০১৩ সালে নাটকে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক ঘটে শবনম ফারিয়ার। ২০১৮ সালে জয়া আহসানের সঙ্গে ‘দেবী’ চলচ্চিত্রে অভিনয় করেন ব্যাপক প্রশংসিত হন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন