শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

কোন ফিল্ম নির্মাণের মাঝপথে ঢুকে পড়লেন সোনাক্ষী?

| প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২৩, ১২:০০ এএম

বার্লিন থেকে ফিরেই ব্যস্ত হয়ে পড়লেন সোনাক্ষী সিনহা। শত্রুঘ্ন-কন্যার হাতে এখন বড় কাজের প্রস্তাব, সুযোগ পেয়ে তিনি দারুণ খুশি! নিজেই ভাগ করে নিলেন সুখবর। ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’র সেটে যোগ দিতে চলেছেন সোনাক্ষী। সদ্য মুম্বাইয়ে এক দফা শুটিং শেষ হয়েছে এই ছবির। প্রযোজক জ্যাকি ভগানি এ বার তাঁর দলকে উড়িয়ে নিয়ে গিয়েছেন স্কটল্যান্ড। সেখানেই পৌঁছে যাবেন সোনাক্ষী। তাই শেষ মুহূর্তের উত্তেজনা ধরে রাখতে পারছেন না। এই ছবির মূল দুই আকর্ষণ দুই মিয়াঁ, অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ। সোনাক্ষী সমাজমাধ্যমে নিজের যোগদানের খবরটি ভাগ করে লিখেছেন, ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’র মতো অসাধারণ প্রকল্পটির অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। অক্ষয়ের সঙ্গে কাজ করা সব সময়ই আনন্দের। কিন্তু এই প্রথম বার টাইগারের সঙ্গে কাজ করতে চলেছি। আমার আর তর সইছে না! পরিচালক আলি আব্বাস জাফরেরও প্রশংসা করেন সোনাক্ষী। লিখেছেন, আলি আব্বাসের মতো গুণী পরিচালকের কাজ, এই ছবি ব্লকবাস্টার না হয়ে যায় না। দর্শকের জন্যও আমরা কী জমিয়ে রাখছি, তা কেউ কল্পনা করতে পারবেন না! ইতিমধ্যেই সঞ্জয় লীলা ভন্সালীর ‘হীরামান্ডি’ ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন শত্রুঘ্ন-কন্যা। এই সিরিজ দিয়েই ওটিটিতে আত্মপ্রকাশ করবেন নায়িকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন