বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ২০

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২৩, ৮:৫১ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে বসতভিটার জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। গুরুত্বর আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্ল­ক্সে ভর্তি করা হয়েছে। সোমবার ( ৬ মার্চ ২০২৩) বিকেল চারটায় উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয় ধোপাদহ গ্রামে এ রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। স্থানীয় সূত্র জানায়, বিলবালিয়া ধোপাদহ গ্রামের বাবুল ফকিরের ৭৫ শতাংশ বসতভিটার জমি নিয়ে তার প্রতিবেশী ও বংশধর কামাল ফকিরের সাথে তিন বছর যাবৎ ঝগড়া চলে আসছিল। এ জমির মালিকানা দাবি করে কালাম ফকির থানায় মামলাও করেছে। সোমবার বিকেলে কামাল ফকিরের লোকজন বাবুল ফকিরের বাড়ির জায়গার মধ্যে দিয়ে জোড়পূর্বক ড্রেন নিতে গেলে বাবুল ফকিরের লোক জন বাঁধা দেয়। এ সময় কামাল ফকিরের লোকজন উত্তেজিত হয়ে আক্রমন করলে সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষে অন্তত ২০ জন আহত হয়। আহতরা হলেন, রহিমা (৫০) বাবুল ফকির (৩০) গফুর ফকির (২৫) কদ্দুস ফকির ( ৭০) শামীম ফকির ( ৩০) মিন্টু (২৭) শাজাহান ফকির (৫৫) মসলিম ফকির ( ৫৫) উবাইদুল্লা ফকির (৫০) সুটি বেগম (৪০) সেলিনা (৩০)। এ বিষয়ে বাবুল ফকির বলেন, আমার বসতভিটায় জোড়পূর্বক ড্রেন নিতে আসছিল। আমরা বাঁধা দিতে গেলে আমাদের লাঠি, ফালা, ট্যারা দিয়ে আঘাত করে মারাত্মকভাবে আহত করেছে। প্রতিপক্ষের কামাল ফকির বলেন, ঐ জায়গা আমাদের। আমরা থানায় মামলা করেছি। আজ সেই মামলার তদন্ত করতে পুলিশ আসছিল। আমরা তাদের আক্রমন করি নাই। তারা নিজেরা নিজেদের আহত করে থানায় মামলা করতে গেছে। এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাব্বত কবির বলেন, ঘটনা শুনেছি, অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নিব।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন