রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ৩৪তম বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ৩৪তম বার্ষিক সদস্য সভা গতকাল শনিবার সমিতির ফুলবাগানে অবস্থিত প্রধান কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। সমিতি বোর্ডের সভাপতি হিরেন চন্দ্র উকিলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজম্ব) মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঞা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির জেনারেল ম্যানেজার মো: বেলাল উদ্দিন, সহ-সভাপতি শাহ মো: শামছুল আলম, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ ড. মো: আশরাফুল ইসলাম, সচিব মো: মোবারক হোসেন ও কোষাধ্যক্ষ আব্দুল ওয়াদুদ। সভায় জানানো হয়, প্রতিষ্ঠার পর থেকে নভেম্বর ২০১৬ পর্যন্ত সমিতির আওতাধীন এলাকায় মোট চার হাজার ৬০৯ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ করা হয়েছে। এর ফলে দুই লাখ ৪৯ হাজার ৩১ জন গ্রাহকের জন্য সংযোগ সুবিধার সৃষ্টি হয়েছে। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির বর্তমান সিস্টেম লস ১০.৪৮%, যা বিগত বছরগুলোর তুলনায় ২.৭৩% কম। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বর্তমান সংযোগপ্রাপ্ত গ্রাহকসংখ্যা দুই লাখ ২৫ হাজার ৬২৪ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন