শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

দুই প্রযোজনা নিয়ে রাজস্থান সফরে স্বপ্নদল

প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ভারতের রাজস্থানে আয়োজিতব্য আন্তর্জাতিক নাট্য ও লোক-উৎসব ‘রঙ রাজস্থান-২০১৬’-এ মঞ্চায়নের জন্য আমন্ত্রিত হয়েছে নাট্যসংগঠন স্বপ্নদলের দুই প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’ ও ‘চিত্রাঙ্গদা’। রাজস্থানের জয়পুরের জওহর কলা কেন্দ্রে আগামী ২৮ ফেব্রæয়ারি ‘ত্রিংশ শতাব্দী’ ও ২৯ ফেব্রæয়ারি ‘চিত্রাঙ্গদা’-র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বাদল সরকারের মূলরচনা অবলম্বনে ‘ত্রিংশ শতাব্দী’ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ গবেষণাগার নাট্যরীতিতে নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। যুদ্ধবিরোধী প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’-তে প্রকাশিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণ তথা পরবর্তী নানা যুদ্ধ-অনাচার-গণহত্যার বিষাদময় পরিণতি। এ ক্ষেত্রে মানুষের বর্তমান কর্তব্য অনুধাবন এবং সিদ্ধান্ত গ্রহণের মুখোমুখি স্থাপনই প্রযোজনাটির প্রত্যাশা। অন্যদিকে, রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা-উপাখ্যান অবলম্বনে কিছু রূপান্তরসহ রচিত ‘চিত্রাঙ্গদা’ যেন পৌরাণিক কাহিনীর আড়ালে এ কালেরই নর-নারীর সম্পর্কের টানাপোড়েন এবং পাশাপাশি পারস্পরিক সম্মানাবস্থানের প্রেরণারূপে উপস্থাপিত হয়! ‘ত্রিংশ শতাব্দী’ এবং ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনা দু’টির উপস্থাপনায় প্রয়োগ করা হয়েছে হাজার বছরের নাট্য-ঐতিহ্যের ধারায় আধুনিক ‘বাঙলা নাট্যরীতি’। ‘রঙ রাজস্থান-২০১৬’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য আগামী ২৪ ফেব্রæয়ারি পঁচিশ সদস্যসহ রাজস্থানের উদ্দেশে রওনা হচ্ছে স্বপ্নদল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন