শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

দিতি শুধু বেঁচে আছেন

প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : চিত্রনায়িকা শুধু বেঁচে আছেন। এছাড়া তার শারিরীক অবস্থার কোনো উন্নতি নেই। বলা যায়, তিনি এখন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন এ অভিনেত্রীর শারীরিক অবস্থা অপরিবর্তিত। ভারত থেকে ফেরত পাঠানোর পর এ হাসপাতালে তিনি ভর্তি হয়েছেন। ভারতের চিকিৎসকরা আগেই জানিয়েছিলেন, তাদের আর কিছু করার নেই। সবকিছু উপরওয়ালার উপর নির্ভর করছে। আক্ষরিক অর্থেই চিকিৎকদের এখন আর কিছু করার নেই। হাসপাতালে তার সহকর্মী ও শুভাকাক্সিক্ষরা তাকে দেখে এসে এমনই মন্তব্য করছেন। তারা বলছেন, দিতির শারীরিক অবস্থা আগের মতোই আছে। এক কথায় বলতে গেলে তিনি শুধু বেঁচে আছেন। তিনি এখন আর কাউকে চিনতে পারেন বলে মনে হচ্ছে না। যাকেই দেখেন শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন। আর নীরবে চোখের পানি ফেলেন। এদিকে গত বুধবার হঠাৎ করেই দিতির মৃত্যু হয়েছে বলে খবর রটে। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, তিনি এখনো বেঁচে আছেন। উল্লেখ্য, মস্তিষ্কে ক্যান্সার আক্রান্ত হওয়ার পর দিতিকে মাদ্রাজের ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি হাসপাতালে অস্ত্রপচার ও চিকিৎসা দেয়া হয়। দুই দুইবার অস্ত্রপচারের পর চিকিৎসকরা আশা ছেড়ে দেন। তাকে দেশে ফেরত পাঠিয়ে দেয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
হিমেল ইসলাম ২০ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:১৭ পিএম says : 0
আল্লাহ পাক তাকে সুস্থতা দান করুন।
Total Reply(0)
Faisal Rahman Khan ২০ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:১৮ পিএম says : 0
tar mara jaoar khobor ta vua, kichu online portal er kaaj, egula.
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন