বিনোদন ডেস্ক : গত ৩ জানুয়ারি বাংলামটরস্থ একটি রেস্টুরেন্টে কণ্ঠশিল্পী এইচ এম রানার দ্বিতীয় একক অডিও অ্যালবাম ‘রানার’ এর মোড়ক উন্মোচন ও মিউজিক্যাল ফিল্ম ‘পা পা চিকচিক’ এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিল্পীকে শুভাশীষ জানিয়ে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন সঙ্গীত ব্যক্তিত্ব কাজী হাবলু, জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবী, বিশিষ্ট গীতিকবি লতিফুল ইসলাম শিবলী, যমুনা টেলিভিশনের অনুষ্ঠান প্রধান সুপন রায়, একুশে টেলিভিশনের অনুষ্ঠান প্রধান ফারহানা নিশো, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, সাধারণ সম্পাদক বদিউল আলম খোকন, চিত্রনির্মাতা আশিকুর রহমান, অ্যালবামটির সঙ্গীত পরিচালক আশিকুর রহমান আশিকসহ আরও অনেকে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরেফের রহমান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আর জে উম্মে হাবিবা উর্মি। অনুষ্ঠানের শুরুতে আশিকুর রহমানের নির্মিত মিউজিক্যাল ফিল্ম পাপা চিক চিক এর ভিডিওটি শ্রোতা দর্শকরা উপভোগ করেন। মিউজিক্যাল ফিল্মটিতে মডেল হিসেবে অভিনয় করেন মডেল নায়লা নাঈম। উল্লেখ্য কণ্ঠশিল্পী এইচ এম রানার দ্বিতীয় একক অডিও অ্যালবাম। অ্যালবামটির সঙ্গীত পরিচালনা করেছেন আশিকুর রহমান আশিক। অ্যালবামটিতে মোট ৯টি গান রয়েছে। সবকটি গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। উল্লেখযোগ্য কয়েকটি গান হলো- পাপা চিক চিক, কেউ ভালোবাসে না, মানুষরূপী জানোয়ার, স্বর্গ, চুইংগাম প্রেমের গল্প ইত্যাদি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন