শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সিনেমায় শাহ আবদুল করিমের গান গাইলেন মমতাজ

| প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : এম সাখাওয়াত হোসেনের নির্মাণাধীন সিনেমা আসমানীতে শাহ আবদুল করিমের বিখ্যাত গান  আমি কূলহারা কলংকীনি, আমারে কেউ ছুঁয়ো না গো সজনী গাইবেন কণ্ঠশিল্পী মমতাজ। গানটি নতুন করে সুর ও সঙ্গীত করেছেন চিরকুট ব্যান্ড। সাখাওয়াত হোসেন জানান, শাহ আব্দুল করিমের শ্রোতাপ্রিয় এই গানটি আমি আমার আসমানীতে যুক্ত করেছি। তবে নতুন করে, নতুন সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন মমতাজ। এছাড়াও সিনেমার মোট পাঁচটি গানের মধ্যে ইতোমধ্যে দুইটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। আমার নিজের লেখা কথায় একটি গানে কণ্ঠ দিয়েছেন ইমরান। অন্য একটি গানে কণ্ঠ দিয়েছেন ভারতের কণ্ঠশিল্পী অন্বেষা। ৪ জানুয়ারি থেকে রাজধানীর প্রিয়াংঙ্কা শুটিং হাউজে শুরু হয়েছে আসমানীর শুটিং। এতে অভিনয় করছেন বাপ্পি চৌধুরী ও সুষ্মী রহমান। আগামী ২৬ মার্চ ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
আব্দুল্লাহ ৫ জানুয়ারি, ২০১৭, ৩:২০ পিএম says : 0
আচ্ছা বাপ্পি কি মুসলমান না হিন্দু যুদি যানাতেন তাহলে ভলো হত
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন