ক্যাটরিনা কাইফ এমনিতে বলিউডের সবচেয়ে আকাক্সিক্ষত অভিনেত্রীদের একজন। তবে ইদানীং তার দিনকাল ভাল যাচ্ছে না। পরপর দুই ব্যর্থতা ‘ফিতুর’ আর ‘বার বার দেখো’র পর এখন তিনি সতর্ক হয়ে উঠেছেন। তার ক্যারিয়ারের এই পর্যায়ে তার প্রথম পৃষ্ঠপোষক সালমান খান ছাড়া আর তার সহায়ক আর কে হতে পারে?
জানা গেছে আসন্ন ‘টাইগার জিন্দা হ্যায়’ চলচ্চিত্রটির কাজ শুরু হবার আগে থেকেই সালমানের সঙ্গে দেখা করতে শুরু করেছেন। সালমান সম্প্রতি তার ‘টিউবলাইট’ ফিল্মটির কাজ শেষ করেছেন। অন্যদিকে ক্যাটরিনা ‘এক থা টাইগার’ ফিল্মের সিকুয়েলটির পর আর কোনও চলচ্চিত্রে কাজ করার জন্য সায় দেননি।
শুধু একটি ফিল্ম দিয় তো ক্যারিয়ার চলবে না। তাই সামনে কী ফিল্মে নেয়া যায় সেই ব্যাপারে তিনি সালমানের পরামর্শ নিচ্ছেন বলে জানা গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন