শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্পোরেট

ফেব্রুয়ারি শেষে ভারতে অর্থ সরবরাহ স্বাভাবিক হবে

| প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : চলতি বছরের ফেব্রুয়ারির শেষ নাগাদ নগদ অর্থের সংকট কাটতে পারে বলে আশা প্রকাশ করেছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই)। এসবিআইয়ের প্রতিবেদন অনুসারে, গত বছর ৩০ ডিসেম্বর পর্যন্ত নতুন নোটের মাধ্যমে পুরনো নোটের ৪৪ শতাংশ ঘাটতি প্রতিস্থাপন করেছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। ভারতের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংকটি আরো জানিয়েছে, ফেব্রুয়ারির শেষ নাগাদ অর্থ সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে। এছাড়া অর্থ ব্যবস্থা থেকে ৫০০ ও ১ হাজার রুপির নোট প্রত্যাহারের প্রভাবে ক্ষতিগ্রস্ত প্রবৃদ্ধি পূর্ববর্তী প্রত্যাশার চেয়ে দ্রæততার সঙ্গে ফেরত আসার আশা প্রকাশ করেছে এসবিআই। গত বছরের ৮ নভেম্বর আকস্মিকভাবে ৫০০ ও ১ হাজার রুপির নোট প্রত্যাহারের ঘোষণা দেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘোষণা অনুযায়ী, গত বছরের ৩০ ডিসেম্বর পুরনো নোট ব্যাংকে জমা দেয়ার শেষ তারিখ ছিল। এসবিআই গ্রুপের প্রধান অর্থনীতিবিদ সোম্য কান্তি ঘোষ বলেন, বাজারে প্রয়োজনের চেয়ে অনেক কম পরিমাণ নতুন অর্থ সরবরাহ হচ্ছে। ধারণা করা যায়, কেন্দ্রীয় ব্যাংক কম মূল্যের মুদ্রার ওপর মনোযোগী হওয়ায় নতুন অর্থ সরবরাহের মাত্রা দ্রæত বাড়ছে না। প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের মনোযোগ অর্থ ব্যবস্থায় নতুন ২ হাজার রুপির নোট ছাড়ার দিকে ছিল। এসবিআইয়ের পূর্বাভাস অনুসারে, চলতি মাসের শেষে ৬৭ শতাংশ বাতিল অর্থ প্রতিস্থাপিত হবে, যদি কেন্দ্রীয় ব্যাংক বর্তমান গতিতে বিভিন্ন মূল্যের অর্থ ছাপাতে থাকে। পরবর্তী মাসের শেষ নাগাদ ৮০-৮৯ শতাংশ পুরনো নোট প্রতিস্থাপন হয়ে যাবে। এদিকে এক পৃথক বিবৃতিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, প্রত্যাহার ঘোষণার পর এখনই ব্যাংকে জমা পড়া পুরনো নোটের মূল্য জানানো সম্ভব নয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন