সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘নীরজা’ ফিল্মটির তারকা সোনম কাপুর জানিয়েছেন তার ভাইদের আগলে রাখার মনোভাবে তিনি বিরক্ত বোধ করেন।
সোনমের বাবা অনিল কাপুর এবং মা সুনীতা। অভিনেতা হর্ষবর্ধন কাপুর তার সহোদর। অভিনেতা অর্জুন কাপুর তার চাচাতো ভাই আর মোহিত মারওয়া ফুপাত ভাই। বলিউডে এতো যার ভাই বেরাদার তাকে তো সবসময়ই তারা আগলে রাখবে। “এতোগুলো ভাই এবং তাদের পার্টিতে থাকা খুব বিপর্যয়কর। তারা সবসময় আগলে রাখার চেষ্টা করে, যা খুব বিরক্তিকর,” এক টিবি সাক্ষাৎকারে সোনম বলেন। শুধু তাই নয়, তিনি জানিয়েছেন তার তরুণ বন্ধুরাও তার সঙ্গে একই রকম আচরণ করে। “আর ছেলে বন্ধুরাও একসময় আমার ভাইয়ে পরিণত হয়। তারা বলে কোনও পরুষই আমার সঙ্গে মেলামেশার জন্য যোগ্য নয়। তারা অন্য কারও কাছেই দিতে চায় না আমাকে,” সোনম বলেন। “অর্জুন ব্যক্তিগত ক্ষেত্রে দারুণ মানুষ কিন্তু ভাই হিসেবে দারুণ নয়। সে আমাকে বলে যদি আমি বিয়ে করার সিদ্ধান্ত নিই তাহলে সেই মানুষটির সঙ্গে আমি যেন তাকে প্রথমে পরিচয় করিয়ে দিই,” তিনি আরও বলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন