মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

শিল্পী নাহিদ নাজিয়ার একক সংগীতানুষ্ঠানের আয়োজন

| প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : শিল্পী নাহিদ নাজিয়া। ১৯৮০ সাল থেকে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী। বিগত একযুগ বাংলাদেশের প্রায় প্রতিটি টেলিভিশন চ্যানেলে এবং দেশের বাইরেও সঙ্গীত চ্যানেলগুলোতেও গান পরিবেশন করেছেন শিল্পী নাহিদ নাজিয়া। তার প্রকাশিত সঙ্গীত অ্যালবামের সংখ্যা ৯টি। একটি রবীন্দ্র সঙ্গীত, একটি লোক সঙ্গীত এবং অবশিষ্ট অ্যালবামগুলো আধুনিক এবং হারানো দিনের গান। বাংলাদেশ জাতীয় জাদুঘরের নিয়মিত সাংস্কৃতিক সন্ধ্যার অংশ হিসেবে জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে শিল্পী নাহিদ নাজিয়ার একক সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়। উপস্থিত শ্রোতাম-লী শিল্পীর একক পরিবেশনা বিমোহিত হয়ে শ্রবণ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন