শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ঢাকায় ইরানী শিল্পী সারাহ হোজ্জাতির একক চিত্র প্রদর্শনী

| প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০১৭র অংশ হিসেবে রেইনবো চলচ্চিত্র সংসদ ও শিল্পাঙ্গন আর্ট গ্যালারী যৌথভাবে আয়োজন করেছে ইরানী শিল্পী সারাহ হোজ্জাতির একক চিত্র প্রদর্শনী মাই ওয়ার্ল্ড। সারাহ আমাদের পরিচিত ভুবনের বাইরে বিচরণ করে। সারাহ চিত্রকলার ভাষায় বাস্তব রূপ দিয়েছেন চিন্তার জগতকে। একুশ বছরের তরুণীর চিত্রকল্পনা, নান্দনিকতা আর ব্যক্তিত্ব ফুটে উঠেছে তার চিত্রকর্মগুলোতে। ৩০টি চিত্রকর্ম নিয়ে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য শিল্পী রফিকুন্নবী। আগামী ২০ জানুয়ারি পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে। এদিকে আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে পঞ্চদশ ঢাকা আন্তর্জাকিত চলচ্চিত্র উৎসব-২০১৭। এবারের উৎসবে বিশ্বের ৬৭টি দেশের ১৮৮টি চলচ্চিত্র এই উৎসবের প্রদর্শিত হবে। উৎসবে ৭টি প্রতিযোগিতা বিভাগ ও একটি রেট্রোস্পেকটিভ বিভাগে এই চলচ্চিত্রগুলো দেখানো হবে। রাজাধানীর শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, আমেরিকান সেন্টার মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও স্টার সিনেপ্লেক্সে নিয়মিত চলচ্চিত্রগুলো প্রদর্শীত হবে। উৎসব চলবে ২০ জানুয়ারি পর্যন্ত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন