বিনোদন ডেস্ক : প্রায় এক বছর পর প্রকাশ হতে যাচ্ছে সঙ্গীতশিল্পী সালমার একক অ্যালবাম ‘মন মাঝি’। আগামী ভালোবাসা দিবসে অ্যালবামটি প্রকাশিত হবে। তিনটি ভিন্ন ধাঁচের গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। সালমা বলেন, গানগুলোর কাজ প্রায় শেষ। সামান্য কিছু কাজ বাকি। এ সপ্তাহে শেষ করার ইচ্ছে আছে। এটি সালমার ১১তম একক অ্যালবাম। আশা করছি, অ্যালবামের গানগুলো ভালোবাসা দিবসে ভিন্নমাত্রা যোগ করবে। গানগুলো লিখেছেন জাহিদ আকবর, মাহমুদ মানজুর এবং জিয়াউদ্দিন আলম। সুর-সংগীত করেছেন নাজির মাহমুদ, রেজয়ান শেখ এবং মুশফিক লিটু। অ্যালবামটি প্রকাশ করবে জিসান মাল্টিমিডিয়া। এদিকে সালমা বর্তমানে ব্যস্ত স্টেজ শো নিয়। সম্প্রতি খুলনা, দোহার ও টাঙ্গাইলে তিনটি শো শেষ করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন