শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সোনারগাঁও রির্সোট সিটির অবৈধ বালু ভরাট বন্ধ করে দিলো প্রশাসন

ইনকিলাবে সংবাদ প্রকাশের পর.....

| প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সোনারগাঁও উপজেলা সংবাদদাতা : গত রবিবার দৈনিক ইনকিলাবে উচ্চ আদালতের রায় অমান্য করে অবৈধ বালু ভরাট সংক্রান্ত সংবাদ প্রকাশ হওয়ার পর উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা নদীর তীরবর্তি কান্দারগাঁও এলাকা সোনারগাঁ রির্সোট সিটির অবৈধ বালু ভরাট বন্ধ করে দিলো প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কমিশনার (ভুমি) রুবায়েত হায়াত শিপলু মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ বালু ভরাট বন্ধ করে দেন। ক্ষমতার অপব্যবহার করে ইউনিক গ্রæপ নামের একটি প্রতিষ্ঠান স্থানীয় নেতা ও প্রভাবশালীদের দিয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গত কয়েকদিন ধরে সেখানে বালু ভরাট করে আসছিল। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রুবায়েত হায়াত শিপলু জানান, উচ্চ আদালতের আদেশ অমান্য করে স্থানীয় একটি চক্র গত কয়েকদিন যাবত ১৫টি শক্তিশালী ড্রেজার দিয়ে বালু ভরাট করছিল। আদালতের নির্দেশ মোতাবেক বৃহস্পতিবার মোবাইল কোর্ট পরিচালনা করে ওই এলাকার সকল বালু ভরাট করা বন্ধ করে দেওয়া হয়েছে। এ আদেশ অমান্য করে কেউ যদি বালু ভরাট করতে চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা জরিমানা করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন