বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষাঙ্গন

শেকৃবি ডিবেটিং সোসাইটির আনন্দ ভ্রমণ

| প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

এসো এবার আপনার দৈন্য ভুলি ছুটে চলি, নির্নিমেষ উদ্দীপ্ত নয়নে, অচেনা মানুষের শিল্পের সন্ধানে। তাহাদের সেই ছাওয়া, সেই চেনার আলোক দিয়ে এসো চিনি আপনারে।” শীতের কুয়াশাচ্ছন ভোরে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত উপমহাদেশের কৃষি শিক্ষার প্রাচীনতম প্রতিষ্ঠান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির একঝাক বিতার্কিক শুক্রবার (৬ জানুয়ারি) ঘুরে এলো মনোমুগ্ধকর বাংলার প্রাচীন রাজধানী গ্রামবাংলার প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত সোনারগাঁও জাদুঘরে ও হারিয়ে যাওয়া শহর পানাম সিটিতে। বিতর্ক ভুলে হাসি-তামাশা আর নাচ-গানে সারাটি দিন এক অন্য রকম বিচিত্র অনুভূতির মাঝে সারাটি দিন অতিবাহিত করেছে ডিবেটিং সোসাইটির প্রায় অর্ধশতাধিক তরণ-তরুণী। ডিবেটিং সোসাইটির মাননীয় মডারেটর প্রফেসর ডঃ মোঃ শহীদুর রশিদ ভূঁইয়া সার্বিক ব্যবস্থাপনা ও কার্যক্রম আন্তরিকভাবে তত্ত্বাবধান করেন। এ কারণে ডিবেটিং সোসাইটির বর্তমান আহ্বায়ক আলিমুল রাজি রাজ মডারেটর স্যার কে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। বাংলাদেশের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল প্রাচীন জনপদ সোনারগাঁও। সোনারগাঁও জাতির ইতিহাস, সংস্কৃতি ও শিল্পকলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। এছাড়া উক্ত সফরে বিতার্কিকদের সাথে সফর সঙ্গী ছিলেন ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি মোঃ মারুফুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক সাইফুল্লাহ ওমর নাসিফ। বিতার্কিকরা সকলেই মনে করেন এই শিক্ষা সফর ও আনন্দ ভ্রমণ সকল বিতার্কিকদের মাঝে সুদৃঢ় বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি করবে এবং বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য চেতনাকে বিকশিত করবে। সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘর ও ইতিহাসের সাক্ষী পানাম নগর সারাদিনব্যাপী ঘোরাঘুরি, আনন্দ আয়োজন শেষে ঢাকা এসে হাতির ঝিলে ফানুস উড়িয়ে আনন্দ উদযাপন করেন তার্কিক শিক্ষার্থীবৃন্দ। এরপর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে সকলে ক্যাম্পাসে ফিরে আসেন একরাশ স্নিগ্ধ হাসিভরা মুখে।
ষ সন্দীব বিশ্বাস

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন